বিপিএলের চূড়ান্ত সূচি প্রকাশ

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসর মাঠে গড়াবে আগামী ৬ জানুয়ারি। উদ্বোধনী ম্যাচে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে মুখোমুখি হবে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও সিলেট স্ট্রাইকার্স। একই দিনের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে রংপুর রাইডার্স ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

শনিবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় দেশের জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজি লিগের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।  এবারের আসরের সাত দলের টুর্নামেন্টে মোট ৪৫টি ম্যাচ অনুষ্ঠিত হবে।

এবার বিপিএল তিন ভেন্যুতে অনুষ্ঠিত হবে। ভেন্যুগুলো হলো ঢাকা, চট্টগ্রাম ও সিলেট। প্রতিদিন রয়েছে দুইটি করে ম্যাচ মাঠে গড়াবে। প্রথম ম্যাচ দুপুর আড়াইটায় শুরু হবে। আর রাতের ম্যাচ শুরু হবে সন্ধ্যা সোয়া ৭টায়।

এবারের প্রথম পর্বে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে ৬ জানুয়ারি থেকে ১০ জানুয়ারি পর্যন্ত ৮টি ম্যাচ  অনুষ্ঠিত হবে। এরপর চট্টগ্রামে জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে ১৩ জানুয়ারি থেকে ২০ জানুয়ারি পর্যন্ত মোট ১২টি ম্যাচ অনুষ্ঠিত হবে।

এরপরে আবার ঢাকায় ফিরবে টুর্নামেন্ট। এই দফায় স্রেফ দুই দিন খেলা হবে ঢাকায়, ২৩ ও ২৪ জানুয়ারি।  মাঝখানে দুই দিন বিরতি দিয়ে ২৭ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে খেলা হবে।

৩ ফেব্রুয়ারি থেকে টুর্নামেন্টের শেষ ভাগ শুরু হবে ঢাকায়। টুর্নামেন্টের এলিমিনেটর ও প্রথম কোয়ালিফায়ার ম্যাচ ১২ ফেব্রুয়ারি এবং দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচ ১৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। ১৬ ফেব্রুয়ারি ফাইনাল ম্যাচ মাঠে গড়াবে।

“ভয়েস অফ হ্যালো”র ফেসবুক ক্লিক করুন
“ভয়েস অফ হ্যালো”র ইউটিউব ক্লিক করুন

[শিশুরাই তুলে ধরবে শিশুদের অধিকারের কথা, আপনিও লিখুন আপনার কথা। লেখার পাঠানোর ঠিকানা [email protected]] 

Comments are closed.