একইদিনে চারটি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন আয়োজন বন্ধুমহল ব্লাড ডোনার সোসাইটির

সিলেটের “বন্ধুমহল ব্লাড ডোনার সোসাইটি, সিলেট জেলা শাখা” এর উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও রক্তদানে উদ্ভুদ্ধ করণ ক্যাম্পেইন। বৃহস্পতিবার ( ২২ সেপ্টেম্বর) সিলেট জেলার ৪ টি ভিন্ন স্থানে সুষ্ঠুভাবে এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

সিলেট জেলার দক্ষিণ সুরমায় অবস্থিত বরইকান্দি ইসলামিয়া ফাজিল মাদ্রাসা ও আল-মাদরাসাতুল আরাবিয়া আদদ্বীনিয়া খোজারখলা মারকাজ, বিশ্বনাথে অবস্থিত কামাল বাজার ফাজিল ডিগ্রি মাদ্রাসা, টুকের বাজারে অবস্থিত সফির উদ্দিন হাইস্কুল এন্ড কলেজ এই চারটি শিক্ষাপ্রতিষ্ঠানে একযোগে সকাল ১০ টা থেকে ক্যাম্পেইন শুরু হয়।

ক্যাম্পেইনে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান সমন্বয়ক এসানুল হক জয়, সিলেট বিভাগীয় সমন্বয়ক তারেকুল ইসলাম, সিলেট জেলা সমন্বয়ক নাঈমুল ইসলাম সাব্বির সহ “বন্ধুমহল ব্লাড ডোনার সোসাইটি” এর দায়িত্বশীল ও সাধারণ স্বেচ্ছাসেবীবৃন্দ।

সংগঠনের প্রধান সমন্বয়ক এসানুল হক জয় এক পর্যায়ে বলেন, “বন্ধুমহল ব্লাড ডোনার সোসাইটি এর সিলেট জেলার উদ্যোগে প্রত্যন্ত এরিয়ার তিনটি মাদ্রাসা ও একটি স্কুল এন্ড কলেজ মিলে ২০২০ জন মানুষকে ফ্রীতে রক্তের গ্রুপ নির্ণয় করে দেওয়া হয়েছে। আজকে ছিলো বন্ধুমহলের সবচেয়ে বড় ফ্রী ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন। ক্যাম্পেইনে সিলেট জেলা ছাড়াও উপস্থিত ছিলো মৌলভীবাজার, হবিগঞ্জ, সুনামগঞ্জ ও ঢাকা জেলার দায়িত্বশীল এবং স্বেচ্ছাসেবীবৃন্দ। আজকের ক্যাম্পেইনের মধ্যদিয়ে “বন্ধুমহল ব্লাড ডোনার সোসাইটি” এর একদিনে সর্বোচ্চ সংখ্যক মানুষের ফ্রী ব্লাড গ্রুপ টেস্ট করে দেওয়ার এক নতুন মাইলফলক স্পর্শ করেছে আলহামদুলিল্লাহ। ধন্যবাদ জানাই আজকের ক্যাম্পেইনে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সাহায্যকারী সকল স্বেচ্ছাসেবী ও দায়িত্বশীলদের। ইনশাআল্লাহ বন্ধুমহল ব্লাড ডোনার সোসাইটি খুব দ্রুতই সারাদেশে ফ্রী ব্লাড গ্রুপিং ও সচেতনতামূলক ক্যাম্পেইন পরিচালনা করে রক্তদানের সচেতনতা সর্বত্র ছড়িয়ে দিবে।”

সিলেট বিভাগীয় সমন্বয়ক তারেকুল ইসলাম এর ভাষ্যমতে, “বন্ধুমহল ব্লাড ডোনার সোসাইটির সিলেট জেলা মেগা ক্যাম্পেইন সফল ভাবে সম্পন্ন হয়েছে, আলহামদুলিল্লাহ্। উক্ত ক্যাম্পেইনে আমরা ভিন্ন ভিন্ন চারটি প্রতিষ্ঠানে প্রায় ২০২০ জন স্কুল, মাদ্রাসা ও কলেজ শিক্ষার্থীদের বিনামূল্য রক্তের গ্রুপ নির্ণয় করতে সক্ষম হয়েছি। এখন পর্যন্ত এটি বন্ধুমহল ব্লাড ডোনার সোসাইটির সবচেয়ে বড় ক্যাম্পেইন। যা আমরা সফলভাবে সমাপ্ত করতে সক্ষম হয়েছি। ইনশাআল্লাহ এভাবেই ছড়িয়ে যাবে সবার মধ্যে সচেতনতা।”

সিলেট জেলা সমন্বয়ক নাঈমুল ইসলাম সাব্বির এর ভাষ্যমতে, “বন্ধুমহল ব্লাড ডোনার সোসাইটির সিলেট জেলা শাখার উদ্যোগে সারাদেশব্যাপী ২৫,২ ৬, ২৭, ২৮ তম ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। এই ক্যাম্পেইন তিনটি মাদ্রাসায় এবং একটি স্কুল এন্ড কলেজে অনুষ্ঠিত হয়। সিলেট জেলায় যেন মাদ্রাসার শিক্ষার্থীরা রক্তদানে পিছিয়ে না থাকে। রক্তদানে বর্তমান প্রেক্ষাপটে সকল সেক্টরে ব্লাড গ্রুপ জানা অতি জরুরী। সেইদিক বিবেচনা করে আজ আমরা একটা মেগা ক্যাম্পেইন এর আয়োজন করি। এই ক্যাম্পেইনের মূল প্রতিপাদ্য হচ্ছে সিলেট জেলার প্রতিটা ঘরে যেন একজন করে রক্তদাতা সৃষ্টি হয় এবং রক্তদানে উদ্বুদ্ধ হয়। এবং সারাদেশে ছরিয়ে পড়ুক বন্ধুমহলের কার্যক্রম।

সংগঠনের প্রতিষ্ঠাতা ও পরিচালক জনাব আনিসুজ্জামান নাহিদ সিলেট জেলার স্বেচ্ছাসেবীদের এতো বড় ফ্রী ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন আয়োজনের জন্য সাধুবাদ জানায়।

উল্লেখ্য, উক্তদিন মোট ২,০২০ জন শিক্ষার্থীকে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করে দেওয়া হয়েছে। সারাদেশব্যাপী বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইনের অংশ হিসেবে সিলেট সংগঠনটির ২৫তম, ২৬ তম, ২৭ তম ও ২৮ তম ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।

আনিসুজ্জামান নাহিদ
প্রতিষ্ঠাতা ও পলিচালক বন্ধুমহল ব্লাড ডোনার সোসাইটি।

“ভয়েস অফ হ্যালো”র ফেসবুক ক্লিক করুন
“ভয়েস অফ হ্যালো”র ইউটিউব ক্লিক করুন

[শিশুরাই তুলে ধরবে শিশুদের অধিকারের কথা, আপনিও লিখুন আপনার কথা। লেখা পাঠানোর ঠিকানা [email protected]]

Comments are closed.