বাংলাদেশের সবচেয়ে প্রাচীন বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়। ১৯২১ সালের ১ জুলাই এ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকে অল্প পরিসরে বিভিন্ন কার্যক্রম শুরু হলেও বর্তমানে সকল দিক দিয়ে সার্বিকভাবে এর কার্যক্রমের পরিধি বেড়ে চলছে।
ঢাকা বিশ্ববিদ্যালয় লাখো শিক্ষার্থীর হৃদয়ে এক স্বপ্নের জায়গা। প্রতিবছর কয়েক লাখ শিক্ষার্থী তাদের কাঙ্ক্ষিত স্বপ্ন পূরণের জন্য ভর্তি পরীক্ষার আবেদন করে থাকে। এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০২১-২২ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ৫টি ইউনিটে মোট ৬ হাজার ৩৫টি আসনের জন্য ২ লাখ ৯০ হাজার ৩৪১ জন প্রার্থী অনলাইনে ভর্তির আবেদন করেছেন। যার ফলে এবার প্রতি আসনের জন্য ৪৮ জন করে লড়বেন।
ঢাকা বিশ্ববিদ্যালিয়ে ভর্তি ইচ্ছুক পরীক্ষার্থীদের জন্য ভর্তি সম্পর্কিত ‘চ’ ইউনিটের সকল তথ্য নিয়ে সাজানো হয়েছে এই আয়োজন।
পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার সময়: ভর্তি কমিটির নির্ধারিত সময়সূচি অনুসারে, আগামী ১৭ জুন চারুকলা অনুষদভুক্ত ‘চ’ ইউনিটের সাধারণ জ্ঞান পরীক্ষা অনুষ্ঠিত হবে। চারুকলার সাধারণ জ্ঞান পরীক্ষাটি হবে বেলা ১১টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত (৩০ মিনিট)।
আসন সংখ্যা: ঢাকা বিশ্ববিদ্যালয়ে মোট ৫ টি ইউনিটে পরীক্ষা হয়। এগুলো হল ‘ক’, ‘খ’, ‘গ’,’ঘ’, ‘চ’ ইত্যাদি। ‘ক’ ইউনিটে মোট আসনসংখ্যা হলো ১৮৫১ টি, ‘খ’ ইউনিটে আসন ১৭৮৮ টি, ‘গ’ ইউনিটে মোট আসন সংখ্যা ৯৩০ টি, ‘ঘ’ ইউনিটে ১৩৩৬ টি এবং ‘চ’ ইউনিটে মোট ১৩০ টি আসন রয়েছে।
‘চ’ ইউনিটের অধীনে অনুষদ/ ইনস্টিটিউট: ‘চ’ ইউনিট শুধু চারুকলা অনুষদ নিয়েই গঠিত। এ অনুষদের বিভাগগুলো হলোঃ অঙ্কন ও চিত্রায়ণ, ভাস্কর্য, গ্রাফিক ডিজাইন, কারুশিল্প, প্রিন্টমেকিং, প্রাচ্যকলা, শিল্পকলার ইতিহাস এবং মৃৎশিল্প ইত্যাদি।
ভর্তি পরীক্ষার আবেদন যোগ্যতা: ‘চ’ ইউনিটে ভর্তি পরীক্ষার জন্য যেকোনো বিভাগ নিয়ে পাস করে, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বা সমমানের গ্রেড ভিত্তিক পরীক্ষাদ্বয়ের চতুর্থ বিষয়সহ মোট প্রাপ্ত জিপিএ ন্যূনতম ৬.৫ হতে হবে। তবে উভয় পরীক্ষার কোনোটিতে আলাদাভাবে জিপিএ ৩.০-এর কম প্রাপ্ত প্রার্থী আবেদন করতে পারবে না।
পরীক্ষার ধরণ, ইউনিটভিত্তিক মানবণ্টন ও পরীক্ষার সময়: ‘চ’ ইউনিটের ভর্তি পরীক্ষা মোট ১০০ মার্কে দুইটি অংশে অনুষ্ঠিত হবে। একটি হল সাধারণ জ্ঞান (MCQ), এতে ৪০ নম্বর। আর অন্যটি হল অঙ্কন (ফিগার ড্রয়িং), এতে ৬০ নম্বর। সাধারণ জ্ঞান পরীক্ষা পরীক্ষার্থীর আবেদন ফরমে পছন্দকৃত বিভাগীয় শহরের নির্ধারিত কেন্দ্রে অনুষ্ঠিত হবে। আর দ্বিতীয়াংশের “অঙ্কন’ (ফিগার ড্রয়িং) পরীক্ষার তারিখ সাধারণ জ্ঞান পরীক্ষার দিন জানিয়ে দেওয়া হবে।
এছাড়া, সাধারণ জ্ঞান অংশে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে পঠিত বাংলা ও ইংরেজিসহ চারুকলার বিভিন্ন বিভাগ সম্পর্কিত বা বিষয় ভিত্তিক প্রশ্ন, শিল্প, সাহিত্য, সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্য, সমসাময়িক ঘটনাবলি প্রভৃতি বিষয়ে প্রশ্ন থাকবে।
প্রথমাংশের (সাধারণ জ্ঞান) ফলাফল ওয়েবসাইটের মাধ্যমে প্রকাশ করা হবে। এই সাধারণ জ্ঞান পরীক্ষার ফলাফলের মেধাক্রম অনুসারে শুধুমাত্র প্রথম ১,৫০০ (এক হাজার পাঁচশত) জন পরীক্ষার্থাকে “অঙ্কন’ (ফিগার ড্রয়িং) পরীক্ষায় অংশগ্রহণের জন্য নির্বাচিত করা হবে।
উল্লেখ্য, প্রতি ইউনিটের পরীক্ষার বহু নির্বাচনী অংশে প্রতি চারটি ভুলের জন্য এক নম্বর কাটা হবে। সূত্র: এনটিভি
“ভয়েস অফ হ্যালো”র ফেসবুক ক্লিক করুন
“ভয়েস অফ হ্যালো”র ইউটিউব ক্লিক করুন
[শিশুরাই তুলে ধরবে শিশুদের অধিকারের কথা, আপনিও লিখুন আপনার কথা। লেখা পাঠানোর ঠিকানা [email protected]]
Comments are closed.