“অভাব”

কেন যাইবা বই পড়িতে,
কেন বা যাইবা পাঠশালায়।
লেখাপড়া করিবে ধনীর ছেলে,
গরীবেরা নিবায়বে ক্ষেত।

পান্তা আর কাচা লঙ্কা খাবে আইলে বসে বসে,
ধনীর ছেলে এসি রুমে, গরীব জমি চাষে।
নাই কাজ নাই কর্ম, নাই যে তাদের গতি
দারিদ্রতায় নিভে গেছে স্বপ্নের বাতি।

বিছানা তো নেই,শুধু কারীর আটি
এক দিকে মাথা দিলে অন্য দিকে মাটি।
বালিশ নাই, বাতি নাই, নাই ঘটি থালি
চুলায় জ্বলেনি আগুন, নোংরা চালি।

ঘরের বেড়া বেজায় বেয়ারা লাগে শুধু শীত শীত,
মাঝে মাঝে পুচকে নেশা শোনায় তাদের গীত।
গরমে যে ঘেমে শরীরটা হয় কাঁদা,
মাথার উপরে তাকালেই বোচকা বাসনে গাদা।

বর্ষায় ভিটে মাটি হয় যে একাকার
পানিতে ভরপুর, ঘরে থাকে না খাবার।

মাজেদুর রহমান
শিক্ষার্থী, দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউট (বর্তমান ডুয়েট এডমিশন প্রস্তুতি)

“ভয়েস অফ হ্যালো”র ফেসবুক ক্লিক করুন

“ভয়েস অফ হ্যালো”র ইউটিউব ক্লিক করুন

[শিশুরাই তুলে ধরবে শিশুদের অধিকারের কথা, আপনিও লিখুন আপনার কথা। লেখা পাঠানোর ঠিকানা [email protected]]

Comments are closed.