দেওয়ানগঞ্জে প্রতিবন্ধীদের মাঝে আর্থিক সহায়তা
জামালপুরের দেওয়ানগঞ্জে প্রতিবন্ধী পরিবারদের মাঝে আর্থিক সহায়তা দিয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী তরুন রাজনীতিবিদ ব্যারিস্টার সামির ছাত্তার।
শনিবার (১৯ ফেব্রুয়ারি) সকাল থেকে উপজেলার বাহাদুরাবাদ, পৌর শহরের বিশেষ শিক্ষা বিদ্যালয় (প্রতিবন্ধী) ও সদর ইউনিয়নের খড়মা এলাকায় পৃথক পৃথক ভাবে ৩০ জন পরিবারদের নগত আর্থিক সহায়তা প্রদান করেন তিনি।
এসময় সামির ছাত্তারের সফর সঙ্গী ছিলেন, আজহারুল ইসলাম ভিমল, রিপন মিয়া, বকশীগঞ্জ পৌর কাউন্সিলর সুজন মিয়া,মিয়া মিজানুর রহমান, ইউপি সদস্য মির্জা সোহেল, সাইদুর রহমান, জুয়েল,সুমন।
এছাড়া আর্থিক সহায়তা পৃর্বে এলাকাবাসীদের সাথে মতবিনিময় করেন।
মো: তারেক মাহমুদ, কালেরকন্ঠ দেওয়ানগঞ্জ প্রতিনিধি (জামালপুর)।
“ভয়েস অফ হ্যালো”র ফেসবুক ক্লিক করুন
“ভয়েস অফ হ্যালো”র ইউটিউব ক্লিক করুন
[শিশুরাই তুলে ধরবে শিশুদের অধিকারের কথা, আপনিও লিখুন আপনার কথা। লেখা পাঠানোর ঠিকানা [email protected]] Post Views: 37
Comments are closed.