অমর একুশে বইমেলা উপলক্ষে প্রকাশিত হয়েছে তরুণ লেখক শামীম মাহমুদের অ্যান ফ্রাঙ্কের জীবনীভিত্তিক উপন্যাস “সিক্রেট অ্যানেক্স “। বইটির প্রচ্ছদ করেছে জান্নাতুল জিসা।
“সিক্রেট অ্যানেক্স “ বইটি প্রকাশ করেছে দাঁড়িকমা প্রকাশনী। বইটি অমর একুশে বইমেলার ১৪৮ নম্বর স্টল থেকে মাত্র ১৫০ টাকায় সংগ্রহ করতে পারবেন। এছাড়া অনলাইন বাজার রকমারি থেকে অর্ডার করতে পারেন।
যারা ইতিহাসকে গল্পের মতো পড়তে পছন্দ করে। এ বইটি পড়লে অ্যান ফ্রাঙ্কের জীবনী সম্পর্কে জানার পাশাপাশি জানতে পারবে দ্বিতীয় বিশ্বযুদ্ধে ইউরোপের সামগ্রিক অবস্থা, হিটলার কর্তৃক ইহুদী নির্যাতন, কনসেনট্রেশান ক্যাম্পে মানুষের কী করুণ মৃত্যু! তাই ইতিহাস প্রেমিকদের এ বইটি পড়তে অনুরোধ জানিয়েছেন বইয়ের লেখক শামীম মাহমুদ।
বইটি সম্পর্কে তিনি বলেন, এই বইটি দ্বিতীয় বিশ্বযুদ্ধে ইহুদী নির্যাতনের ঘটনাগুলোকে স্মরণ করিয়ে দেয়। পৃথিবীতে জাতিবিদ্বেষের শিকার অসংখ্য মানুষ। আর দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাতিবিদ্বেষেরই শিকার হয়েছিল অ্যান ফ্রাঙ্ক। যার ডায়েরি পুরো পৃথিবীকে আন্দোলিত করেছিল। বইটিতে তার জীবনী সম্পর্কে জানা যাবে।
শামীম মাহমুদ বলেন, সবশেষে হয়তো আপনি দেখবেন, পৃথিবীর জাতিবিদ্বেষের শিকার সব মানুষ কীভাবে নতুন সব চরিত্রে পৃথিবীতে আবির্ভূত হয়! সেটা হতে পারে প্যালেস্টাইনের কোন যুবক, কিংবা ফেলানী! হ্যাঁ, বাংলাদেশের ফেলানী, যার রক্তাক্ত মৃতদেহ কাঁটাতারে ঝুলে ছিল!
“ভয়েস অফ হ্যালো”র ফেসবুক ক্লিক করুন
“ভয়েস অফ হ্যালো”র ইউটিউব ক্লিক করুন
[শিশুরাই তুলে ধরবে শিশুদের অধিকারের কথা, আপনিও লিখুন আপনার কথা। লেখা পাঠানোর ঠিকানা [email protected]]
Comments are closed.