২০২২ সালের অমর একুশে বইমেলা উপলক্ষে প্রকাশিত হয়েছে কথাশিল্পী জাকারিয়া জাহাঙ্গীরের প্রবন্ধের বই ‘বাইরে ভাইরাস ভেতরে ক্ষুধা’। এটি লেখকের চতুর্থ বই এবং প্রথম প্রবন্ধের বই।
‘বাইরে ভাইরাস ভেতরে ক্ষুধা’ বইটি প্রকাশ করেছে বেহুলাবাংলা প্রকাশন। বইটির প্রচ্ছদ করেছেন শফিক মামুন। মূল্য রাখা হয়েছে ২২৫ টাকা। বইটি মেলার ৫২২-৫২৩-৫২৪ নম্বর স্টলে পাওয়া যাচ্ছে। এছাড়া অনলাইন বুকশপ রকমারি ডটকমেও পাওয়া যাচ্ছে।
বইটি সমকালীন রাজনীতি, অর্থনীতি, গণতন্ত্র, গণমাধ্যমসহ সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে সাজানো হয়েছে। বইটি পাঠককে আকৃষ্ট করবে বলে বিশ্বাস লেখক জাকারিয়া জাহাঙ্গীরের।
“ভয়েস অফ হ্যালো”র ফেসবুক ক্লিক করুন
“ভয়েস অফ হ্যালো”র ইউটিউব ক্লিক করুন
[শিশুরাই তুলে ধরবে শিশুদের অধিকারের কথা, আপনিও লিখুন আপনার কথা। লেখা পাঠানোর ঠিকানা [email protected]]
Comments are closed.