ট্রেনে পাথর নিক্ষেপ বন্ধের দাবিতে রাবি শিক্ষার্থীদের মানববন্ধন

চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ বন্ধ করা, নিরাপদ ট্রেন ব্যবস্থার দাবী জানিয়ে মানববন্ধন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। পাথর নিক্ষেপের ঘটনা বন্ধ করা ও নিরাপদে ট্রেন ভ্রমণ নিশ্চিতের দাবী জানায় তারা।

জানা গেছে, বৃহস্পতিবার (১৭ই ফেব্রুয়ারি) রাত আনুমানিক সাড়ে নয় টার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের এম এ আজিজ নামের এক শিক্ষার্থী চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনায় গুরুতর আহত হয়। পরবর্তীতে তাকে হাসপাতালে নেয়া হয় ও অপারেশন সম্পন্ন করা হয়।

আজিজ নাটোরের লালপুরের আব্দুলপুর স্টেশন থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্যে রওনা হয়েছিলো। এই ঘটনায় জড়িত দুর্বৃত্তদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়েছে শিক্ষার্থীরা, আর যেন এরকম ঘটনা না ঘটে সেজন্য রেলমন্ত্রী ও প্রধানমন্ত্রী কে দৃষ্টি দেওয়ার আবেদন জানান তারা। এছাড়াও আহত শিক্ষার্থীর চিকিৎসার খরচ বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বহন করার দাবী তোলে তারা।

মানববন্ধনে বক্তব্য রাখেন, ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের চেয়ারম্যান ড. ওসমান গণি সহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

ছবি: ট্রেনে পাথর নিক্ষেপ বন্ধের দাবিতে রাবি শিক্ষার্থীদের মানববন্ধন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী এম এ তাহের বলেন, “ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনা এটাই নতুন নয়, টিভি নিউজে এমন ঘটনা ঘটার নিউজ আমরা হরহামেশাই দেখতে পাই, তাই আজ আমাদের ছোটভাই আজিজের উপর ঘটে যাওয়া ঘটনার শাস্তি দাবী করে বসে থাকলেই শুধু চলবেনা, বিশ্ববিদ্যালয়ের সচেতন শিক্ষার্থী হিসেবে এই পাথর নিক্ষেপের ঘটনা যেন বাংলাদেশের আর কোথাও না ঘটে সে বিষয়েও আমাদের আওয়াজ তুলতে হবে। আমরা রেল মন্ত্রনালয়ের কাছে কিছু দাবী জানাতে চাই।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দাবী সমূহ:

১. যেসকল স্পটে পাথর নিক্ষেপের ঘটনা বেশি ঘটে সেসকল স্পট চিহ্নিত করা।

২. ঝুঁকিপূর্ণ স্পটগুলোতে রেলওয়ে পুলিশ টহলের ব্যবস্থা করা।

৩. স্পটগুলোকে সিসিটিভির আওতায় নিয়ে আসা।

৪. ঝুঁকিপূর্ণ স্পটগুলো দিয়ে যেসকল ট্রেন চলাচল করে সবগুলো ট্রেনের প্রতিটি কোচের জানালায় নেট লাগানো।

৫. এবিষয়ে সামাজিক সচেতনতা বৃদ্ধি করতে রেল মন্ত্রনালয়কে পদক্ষেপ গ্রহণ করা।

এছাড়াও মানববন্ধনে বক্তারা যেকোনো উপায়ে রেল পথের এই পাথর নিক্ষেপের ঘটনা বন্ধ করা ও নিরাপদে ট্রেন ভ্রমণ নিশ্চিতের দাবী জানায়।

“ভয়েস অফ হ্যালো”র ফেসবুক ক্লিক করুন
“ভয়েস অফ হ্যালো”র ইউটিউব ক্লিক করুন

[শিশুরাই তুলে ধরবে শিশুদের অধিকারের কথা, আপনিও লিখুন আপনার কথা। লেখা পাঠানোর ঠিকানা [email protected]]

Comments are closed.