একুশ মানে চেতনা মোদের

নীল আকাশের বুকে
উঁকি দেয় সেই স্মৃতি,
যেথায় ছিল শোক
ফিরে এলো সেই দিনটি।

বাংলার দামাল ছেলেরা সেদিন
নত করেনি মাথা,
একুশ মানে চেতনা মোদের
বাংলা ভাষায় কথা বলা।

একুশ মানে জ্বলন্ত শিখা
বাঙ্গালি তার তাপ,
পাকিস্তানি হানাদার বাহিনীকে
দমন করবে আজ।

রাজপথের ঐ রক্তের দাগ
এখনও তাজা রয়েছে,
দেশের মধ্যে আজও
রাজাকার অবস্থান করছে।

একুশ মানে প্রভাত ফেরী
হাতে থাকবে পুষ্প,
একুশ মানে শহীদ মিনার
বাঙ্গালীর ত্যাগের স্বপ্ন।

একুশ মানে বইমেলা
কবি পাঠকের ভীড়,
বাংলা সাহিত্যে ফুটে উঠেছে
একাত্তরের বীজ।

রাজেশ কান্তি শীল
শিক্ষার্থী, একাদশ
 শ্রেণী, ইসলামিয়া ডিগ্রি কলেজ, চট্টগ্রাম

“ভয়েস অফ হ্যালো”র ফেসবুক ক্লিক করুন
“ভয়েস অফ হ্যালো”র ইউটিউব ক্লিক করুন

[শিশুরাই তুলে ধরবে শিশুদের অধিকারের কথা, আপনিও লিখুন আপনার কথা। লেখা পাঠানোর ঠিকানা [email protected]]

Comments are closed.