বিনামূল্যে সরকারি প্রশিক্ষণ

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের আর্থিক সহায়তায় SKILLS FOR EMPLOYMENT INVESTMENT PROGRAM (SEIP) প্রকল্পের অধীনে দক্ষ জনবল গড়ার লক্ষ্যে বিভিন্ন ট্রেডসমূহে ৩ (তিন) মাস মেয়াদি ৩৬০ ঘণ্টার ট্রেনিং গ্রহণের জন্য আগ্রহী বাংলাদেশী নারী/পুরুষ এর নিকট থেকে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে।

তিন মাস মেয়াদি প্রশিক্ষণ কোর্স:

1️⃣রোড রোলার অপারেশন (মেকানিক্যাল+কন্সট্রাকশন)
2️⃣ক্রেইন এন্ড ফর্কলিফট অপারেশন (মেকানিক্যাল+কন্সট্রাকশন)
3️⃣প্লাম্বিং এন্ড পাইপ ফিটিংস (মেকানিক্যাল+কন্সট্রাকশন)
4️⃣ওয়েল্ডিং-চার মাসের কোর্স (মেকানিক্যাল সেক্টর)
5️⃣ইলেকট্রিক্যাল ইন্সটলেশন এন্ড মেইন্টেনেন্স
6️⃣মেসনারি (সিভিল কন্সট্রাকশন)
7️⃣স্টিল বাইন্ডিং এন্ড ফেব্রিকেশন (সিভিল কন্সট্রাকশন)
8️⃣শাটারিং এন্ড স্কাফল্ডিং (সিভিল কন্সট্রাকশন)

প্রশিক্ষন কেন্দ্র: DTC/SEIP প্রোজেক্ট, নরসিংহপুর, আশুলিয়া, ঢাকা

সুযোগ সুবিধা:

ফ্রী প্রশিক্ষণ প্রদান (ভর্তি ও কোর্স করতে টাকা লাগে না)
সরকার কর্তৃক শিক্ষার্থীদের বই, খাতা, কলমসহ ১০,৮০০/- টাকা যাতায়াত ভাতা প্রদান এবং ৫,০০০/-টাকা এককালীন ভাতা প্রদান। কোর্স শেষে সরকারিভাবে সার্টিফিকেট প্রদান।
এছাড়া ড্রয়িং ও সিলেবাস অনুসারে হাতে কলমে প্রশিক্ষণ এর মাধ্যমে চাকুরির বাজারে উপযুক্ত করে গড়ে তোলা হবে। এমনকি দেশে ও বিদেশে চাকুরী প্রদানে সহায়তা।

ভর্তির যোগ্যতা:
বয়সসীমা ১৫ থেকে ৪৫ বৎসর, জন্ম নিবন্ধন অথবা NID/জাতীয় পরিচয়পত্র, শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য।
*ক্লাস শুরু ১লা আগষ্ট ২০২২, ৩ মাসে মোট ৭২ টি ক্লাস, ক্লাস টাইম-প্রতিদিন ৫ঘন্টা (সকালের ব্যাচ: ৯টা হতে ২ পর্যন্ত/ অথবা, বিকালের ব্যাচ: ২:৩০ হতে ৭:৩০ পর্যন্ত)। আসন সংখ্যা সীমিত তাই যারা আগে ভর্তি হবে, তারাই প্রশিক্ষণের সুযোগ পাবে।
১) ভর্তি হতে ইচ্ছুক বিষয় বা ট্রেডের নাম?
২) ছবি এবং জন্ম নিবন্ধন অথবা জাতীয় পরিচয়পত্রের কপি
৩) আপনার মোবাইল নাম্বার এবং অভিভাবকের মোবাইল নাম্বার
৪) আপনার ভাই ও বোন সংখ্যা?

WhatsApp করুন +8801763243434 অথবা ইমেইল করুন [email protected]
আগ্রহীরা সরাসরি যোগাযোগ করুন:
প্রশিক্ষক/লীড ইন্সট্রাক্টর: ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম আমিন
☎️ Cell / WhatsApp: 01763243434
সেন্টার: DTC/SEIPপ্রোজেক্ট, নরসিংহপুর, আশুলিয়া, ঢাকা।

“ভয়েস অফ হ্যালো”র ফেসবুক ক্লিক করুন

“ভয়েস অফ হ্যালো”র ইউটিউব ক্লিক করুন

[শিশুরাই তুলে ধরবে শিশুদের অধিকারের কথা, আপনিও লিখুন আপনার কথা। লেখা পাঠানোর ঠিকানা [email protected]]

Comments are closed.