এইচএসসি পাসেই প্রাণে চাকরির সুযোগ

সম্প্রতি প্রাণ গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করছে। প্রতিষ্ঠানটি একাধিক পদে জনবল নিয়োগ দেবে। যার ফলে আগ্রহীরা বিজ্ঞপ্তিতে উল্লেখিত স্থানে সরাসরি উপস্থিত হয়ে আবেদন করতে পারবেন।

পদের নাম: সেলস রিপ্রেজেন্টেটিভ (পুরুষ) ও শোরুম সেলস এক্সিকিউটিভ (পুরুষ ও মহিলা)।

পদের সংখ্যা নির্ধারিত না।

আবেদন যোগ্যতা: উচ্চ মাধ্যমিক / মাধ্যমিক পাস। জিপিএ কমপক্ষে ২ থাকতে হবে। প্রার্থীর উচ্চতা কমপক্ষে ৫ ফুট ২ ইঞ্চি হতে হবে। এছাড়া বাংলাদেশের যেকোনো স্থানে কাজের আগ্রহ থাকতে হবে।

বেতন ও সুযোগ সুবিধা: বেতন আলোচনা সাপেক্ষে। বছরে দুইটি বোনাস, যাতায়াত ভাতা, বিক্রয়ের উপর কমিশন, ইনসেন্টিভ, কর্মদক্ষতার ভিত্তিতে বিদেশ গমন, পদোন্নতি ও বছরান্তে বেতন বৃদ্ধির সুযোগ রয়েছে।

পদের নাম: অ্যাসিস্ট্যান্ট টেরিটরি সেলস ম্যানেজার (পুরুষ)।

পদের সংখ্যা: নির্ধারিত না।

আবেদন যোগ্যতা: বিবিএ/এমবিএ বা এমবিএস পাস। অর্থনীতি, ইংরেজি, গণিত ও পরিসংখ্যানে ডিগ্রি থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। বয়সসীমা ২৩-৩০ বছর।

এছাড়া মোটরসাইকেল চালাতে পারদর্শী হতে হবে। বাংলাদেশের যেকোনো জেলায় কাজ করার মানসিকতা থাকতে হবে।

বেতন ও সুযোগ সুবিধা: বেতন আলোচনা সাপেক্ষে। বছরে দুইটি বোনাস, যাতায়াত ভাতা, বিক্রয়ের উপর কমিশন, ইনসেনটিভ, কর্মদক্ষতার ভিত্তিতে বিদেশ গমন, পদোন্নতি ও বছরান্তে বেতন বাড়ানোর সুযোগ রয়েছে।


“ভয়েস অফ হ্যালো”র ফেসবুক ক্লিক করুন

“ভয়েস অফ হ্যালো”র ইউটিউব ক্লিক করুন

[শিশুরাই তুলে ধরবে শিশুদের অধিকারের কথা, আপনিও লিখুন আপনার কথা। লেখা পাঠানোর ঠিকানা [email protected]]

Comments are closed.