জামালপুরের দেওয়ানগঞ্জে প্রায় এক যুগ ধরে একটি সেতু মানুষের কোনও কাজে আসছে না। বন্যার সময় যমুনার পানির স্রোতে সেতুর সংযোগ সড়ক ভেঙ্গে যাওয়ায় দীর্ঘ দিনেও মেরামত হয়নি সেতুটি। এমতাবস্থায় চলাচলের চরম দুর্ভোগ পোহাচ্ছে চিকাজানী ইউনিয়নের চর ডাকাতিয়াপাড়ার আট হাজারের বেশি মানুষ।
জানা যায়, দেওয়ানগঞ্জে চিকাজানী ইউনিয়নের উপজেলার পশ্চিম কাজলাপাড়ার যমুনা নদীর শাখা খালের ওপর ২০০৮ সালে মন্ডলবাজার থেকে চর ডাকাতিয়াপাড়া যাওয়ার জন্য রাস্তার ওপর সেতুটি নির্মাণ করা হয়েছিল। নির্মাণের এক বছর পরই সেতুর উইং ওয়াল ও এর পাশের মাটি বন্যায় ধসে যায়।
এখন সেতুটি দাঁড়িয়ে আছে, রাস্তা নেই। দীর্ঘ দিনেও সংস্কার করা হয়নি সেতুর সংযোগ দু’পাশের রাস্তা। ফলে সেতুটি মানুষের কাজে আসছে না। এমতাবস্থায় চলাচলের চরম দূর্ভোগ পোহাচ্ছে চর ডাকাতিয়াপাড়ার হাজার মানুষসহ গুচ্ছ গ্রামের বাসীন্দারা। সবচেয়ে বেশি সমস্যা পড়তে হয় শিক্ষার্থীদের। একদিকে যমুনা নদী ভাঙ্গন অন্যদিকে যাতায়াতের সমস্যা দীর্ঘদিন অব্যাহত থাকায় বাধ্য হয়ে বসতভিটা ছেড়েছেন চর ডাকাতিয়াপাড়ার অনেকে পরিবার। রাস্তা না থাকায় চরের উৎপাদিত পণ্য বিক্রি করতে বিপাকে পড়তে হচ্ছে কৃষকদের। এলাকাবাসী সেতুটি’র দুই পাশে রাস্তা দ্রুত সংস্কারের দাবী জানিয়েছেন।
এ বিষয়ে দেওয়ানগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: সোলায়মান হোসেন জানান, স্থানীয় এমপিসহ উপজেলা পরিষদের সভায় বিষয়টি উপস্থাপন করে সেতুটি’র দুই পাশে রাস্তা মেরামতের প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন।
চর ডাকাতিয়াপাড়া ও পশ্চিমকাজলা পাড়া মানুষের যোগাযোগ ব্যবস্থা দুর্ভোগ লাঘবে সরকারের সংশ্লিষ্ট দপ্তর দ্রুতই সেতুর রাস্তাটি মেরামতের উদ্যোগ নিবেন এটাই প্রত্যাশা করছেন স্থানীয় চিকাজানি ইউপি চেয়ারম্যান মমতাজ উদ্দিনসহ এলাকাবাসী।
ওসমান হারুনী
মোহনা টেলিভিশন, জামালপুর প্রতিনিধি।
“ভয়েস অফ হ্যালো”র ফেসবুক ক্লিক করুন
“ভয়েস অফ হ্যালো”র ইউটিউব ক্লিক করুন
[শিশুরাই তুলে ধরবে শিশুদের অধিকারের কথা, আপনিও লিখুন আপনার কথা। লেখা পাঠানোর ঠিকানা [email protected]]
Comments are closed.