“ধর্ষিতা”
তুমি ধর্ষিতা তুমি পতিতা
তোমায় নিয়ে লেখা হয়
শত শত নাম বেনামী পত্রিকা
ভেবে কি দেখেছি কেউ
এ রহস্যের সত্যি টা?
সব কিছু যদি করেছে
নারীর দল সত্যি টা তাহলে
খুঁজে বের কর মুখোশ পড়া
ভদ্র সমাজের দল।
সব নারীরা যদি হবে নষ্ট
‘ মা ‘ নাম খানাতে থাকে
না জানি কত সীমাহীন কষ্ট
আমার মা তোমার মা
সবাই যে এক জাতি নারী ,
অপবাদ দেওয়ার আগে
ভেবে কি দেখিস নি
ও হে ভদ্র সমাজ চালনাকারী।
অপবাদ যেমন দিয়েছিস
সব নারী জাতির গায় ।
সত্যি টা খুঁজে বের কর,
তাহলে ই তোদের এ সমাজে
সভ্য ভাবে শোভা পায় ।
মোহাম্মদ শাহীন আলম
শিক্ষার্থী, ৬ষ্ঠ সেমিস্টার, ভোলা পলিটেকনিক ইন্সটিটিউট।
“ভয়েস অফ হ্যালো”র ফেসবুক ক্লিক করুন
“ভয়েস অফ হ্যালো”র ইউটিউব ক্লিক করুন
[শিশুরাই তুলে ধরবে শিশুদের অধিকারের কথা, আপনিও লিখুন আপনার কথা। লেখা পাঠানোর ঠিকানা [email protected]]
Comments are closed.