ভয়েস অফ হ্যালো আয়োজন করতে যাচ্ছে অনলাইন ভিত্তিক ট্যালেন্ট হান্ট প্রতিযোগিতা ‘আমরা সেরা’। দেশের যে কোন প্রান্ত থেকে এই প্রতিযোগিতায় অংশ নিয়ে ছড়িয়ে দিন আপনার সৃজনশীল প্রতিভা এবং জিতে নিন আকর্ষনীয় পুরষ্কার।
‘আমরাই সেরা’ প্রতিযোগিতায় যেসব সেগমেন্টে অংশ নিতে পারবেন:
১। ফটোগ্রাফি (যেকোন বয়স)
২/ আবৃত্তি (ভিডিও) (বয়স ৬-১২বছর)
৩/ গজল পরিবেশন (ভিডিও) (বয়স ৬-১২বছর)
৪/ চরিত্র উপস্থাপন (ভিডিও) (বয়স১০-১৮বছর)
প্রতিযোগিতায় অংশগ্রহণের নিয়মাবলী:
১/ ভয়েস অফ হ্যালো’র ফেসবুক গ্রুপে যুক্ত হয়ে নিম্নোক্ত তথ্য দিয়ে নিজের কন্টেন্ট পোস্ট করতে হবে।
নাম:
সেগমেন্ট:
শিক্ষা প্রতিষ্ঠান:
উপজেলা ও জেলা:
জন্মতারিখ: [দিন-মাস-বছর]
২/ প্রতিটি সেগমেন্টর কন্টেন্ট অবশ্যই বাংলায় হতে হবে।
৩/ প্রতিটি সেগমেন্টের জন্য নির্ধারিত হ্যাশ ট্যাগ ব্যবহার করতে হবে।
৪/ আবৃত্তি ও গজল পরিবেশনের ক্ষেত্রে কোন ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার করা যাবে না।
৫/ শিশুরা তাদের যেকোন অভিভাবকের ফেসবুক আইডি থেকে প্রতিযোগিতায় অংশ নিতে পারবে।
৬/ প্রতিযোগিতায় অংশগ্রহণের পরে অবশ্যই নিজের পোস্টের কমেন্ট বক্সে ৫ জন বন্ধুকে ম্যানশন করতে হবে।
অংশগ্রহণের জন্য সেগমেন্ট ভিত্তিক হ্যাশ ট্যাগ:
#আমরাই_সেরা_ফটোগ্রাফি
#ভয়েস_অফ_হ্যালো
#আমরাই_সেরা_কবিতা_আবৃত্তি
#ভয়েস_অফ_হ্যালো
#আমরাই_সেরা_চরিত্র_উপস্থাপন
#ভয়েস_অফ_হ্যালো
প্রতিযোগিতার বিচারকার্য:
প্রতিযোগিতায় প্রতিটি বিভাগে বিচারকের নিকট ৮০% এবং পোস্টের জনপ্রিয়তার (লাইক, কমেন্ট, শেয়ার) ক্ষেত্রে ২০% নম্বর বরাদ্দ থাকবে।
গ্রুপের লিংক: https://www.facebook.com/groups/391565801820976
পেইজের লিংক: https://www.facebook.com/Voiceofhellocom-100673481742960
প্রতিযোগিতা শেষ সময়: ৩০ নভেম্বর, রাত ১১.৫৯ মিনিট পর্যন্ত।
প্রয়োজনে কর্তৃপক্ষ এই প্রতিযোগিতায় যেকোন বিষয় পরিমার্জন করতে পারবে।
Comments are closed.