প্রতিবন্ধী শিশুদের অবহেলায় করা যাবে না। সকল শিশুই সৃষ্টিকর্তার অসাধারণ সুন্দর উপহার। সেই হিসেবেই সুন্দরভাবে ভালোবাসায় বেঁচে থাকার অধিকার রয়েছে। সাধারণত ৩ বছরের পর থেকে প্রতিবন্ধ শিশুদের নানা অসুবিধা প্রকাশ পেতে শুরু করে।
প্রতিবন্ধী শিশুদের জন্য অভিভাবকের করণীয়:
১/ প্রথম থেকেই আপনার শিশুকে প্রতিবন্ধী হিসেবে মেনে নিন। এতে আপনার মানসিক চাপ অনেকটাই কমবে।
২/ আপনার বাচ্চা অনেক ধরনের আবদার করবে, তবে সব মেনে নেওয়া সম্ভবও হবে না। এতে মাথা ঠাণ্ডা রাখবেন। কারণ সে অনেক কিছুই না বুঝে করছে। একই সাথে আপনার বাচ্চার কী কী ক্ষেত্রে অসুবিধা ঞয় সেটা জানার চেষ্টা করা।
৩/ প্রতিবন্ধী শিশুদের পড়াশোনার জন্য় বিশেষ স্কুল রয়েছে। সেখানে বাচ্চাকে ভর্তি করা দিন। ঠিক মতো স্পেশাল কেয়ার পায় সেদিকেও খেয়াল রাখতে হবে।
৪/ তাদের রাস্তা-ঘাটে অনেকে উত্যক্ত করে। এদিকে বাবা-মাকে খেয়াল রাখতে হবে। কারণ প্রতিবন্ধী শিশুরা নিজেদের দুঃখ প্রকাশ করতে পারে না।
৫/ নিদিষ্ট সময়ের পরে পর শিশুকে ডাক্তারে কাছে যেতে হবে। সঠিকভাবে চিকিৎসা পেলে হয়তো রোগের লক্ষণ অনেক নিয়ন্ত্রণে আসবে।
৬/ একটা প্রতিবন্ধী বাচ্চা থাকলে আগেই আরেকটি বাচ্চা নিতে ভালো করে ভাববেন। কারণ এদের খেয়াল রাখতে অনেকটা সময় চলে যায়। যারফরে আরেক বাচ্চাকে সঠিকভাবে সময় দেওয়া হয় না। তাই খেয়াল রাখতে হবে দুজনকে একসাথে সেবা করার সময় হবে কিনা।
৭/ প্রতিদিন প্রতিবন্ধী শিশুদের সময় দিতে হবে। এবং তাদের কথাও শুনতে হবে। তাদেরকে খেলাধুলা করেন। এমনটা করলে হাজারো অসুবিধা থাকলও শিশুর মধ্য়ে সুস্থ ও সুন্দরভাবে বেঁচে থাকার আশা জন্মাবে।
“ভয়েস অফ হ্যালো”র ফেসবুক ক্লিক করুন
“ভয়েস অফ হ্যালো”র ইউটিউব ক্লিক করুন
[শিশুরাই তুলে ধরবে শিশুদের অধিকারের কথা, আপনিও লিখুন আপনার কথা। লেখা পাঠানোর ঠিকানা [email protected]]
Comments are closed.