এ কেমন সমাজ

 এ কেমন সমাজ

চারদিকে ছড়িয়ে আছে

মানবতার হ্রাস,

স্বপ্ন আছে নির্ভেজাল

বিকেল ঘামে ম্লান

স্বার্থসিদ্ধিতে মেতে উঠেছে

জ্ঞানপাপীর মন প্রাণ।

এ কেমন সমাজ

যার প্রকাশ্যে চলছে

শিশু শ্রমের কারবার,

থামো হে জ্ঞানপাপী

দেশ হচ্ছে অন্ধকার।

এ কেমন সমাজ যার

অবহেলায় কাটে প্রতিটাদিন

শিশু শ্রম বাড়ছে,

দিন রাত প্রতিদিন।

এ কেমন সভ্য সমাজ

যার ভবিষ্যৎ কদাকার,

সুপ্ত বিবেকে মুক্ত হোক

শিশুশ্রমের কারবার।

রাজেশ কান্তি শীল
শিক্ষার্থী, একাদশ
শ্রেণী, ইসলামিয়া ডিগ্রি কলেজ, চট্টগ্রাম

“ভয়েস অফ হ্যালো”র ফেসবুক ক্লিক করুন
“ভয়েস অফ হ্যালো”র ইউটিউব ক্লিক করুন

[শিশুরাই তুলে ধরবে শিশুদের অধিকারের কথা, আপনিও লিখুন আপনার কথা। লেখা পাঠানোর ঠিকানা [email protected]]

Comments are closed.