হঠাৎ করে আগুন লাগলে করণীয়

আগুন আমাদের নিত্যদিনের অন্যতম প্রয়োজনীয় উপাদান। তবে একটু একটু অসাবধানতায় সব শেষ করে দিতে পারে আগুন। এই আগুনই কখনো কখনো মৃত্যুর কারণ হতে পারে! দেশে প্রতিবছরই বাসা-বাড়ি, অফিস,আদালত, কারখানা, ব্যবসা প্রতিষ্ঠান থেকে শুরু করে মার্কেট, বহুতল ভবন, যানবাহন- সকল জায়গায় হঠাৎ করে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে একটু সচেতনতা থাকলে অনেক ক্ষতি থেকে রক্ষা পেতে পারেন।

জেনে নিন আগুন লাগলে যেকাজ করবেন, যা করা যাবে না:

১/ আগুন লাগার কথা শুনে বিচলিত না হয়ে আগে জেনে নিন সত্যি আগুন লাগছে কি না। এরপরে আগুনের পরিমাণ কম হলে তা তাড়াতড়ি অগ্নি নির্বাপন যন্ত্র দিয়ে নিভান। তবে এর ব্যবহার আগে শিখতে হবে।

২/ বৈদ্যুতিক বা রাসায়নিক দ্রব্য না লাগলে পানি দিয়ে নেভাতে পারেন। এছাড়া যে আগুন আপনার পক্ষে নেভানো সম্ভব নয় তা করা থেকে নিজেরা বিরত থাকবেন।

৩/ আগুন যদি বেশিভাগ ছড়িয়ে পড়ে তবে নেভানো কাজটাও আর কঠিন হতে পারে। এক্ষেত্রে দ্রুত ভবন ত্যাগ করুন।

৪/ আগুন লেগে গেলে দামি কিছু বাঁচাতে গিয়ে সময় ব্যয় করবেন না। সবচেয়ে দামি হলো নিজের জীবন। তাই সবার আগে সেটি রক্ষা করতে হবে। তাই নিজে এবং পরিবারের অন্য সদস্যরা দ্রুত নিরাপদে বের হয়ে আসুন।

৫/  আগুন লাগলে যত তাড়াতাড়ি সম্ভব ফায়ার সার্ভিসে খবর দিতে হবে। আপনার আশেপাশের ফায়ার স্টেশনের ফোন নম্বর না থাকলে প্রয়োজনে জরুরি পরিষেবা ৯৯৯-এ কল করুন।

৬/ আপনার কাপড়ে আগুন ধরে গেলে ভুলেও দৌঁড়াবেন না, বাতাসের কারণে আগুন আরও বেশি দ্রুত ছড়িয়ে পড়ে। তবে পোশাকে পড়েই মাটিতে শুয়ে পড়ুন। এরপর দুই হাত দিয়ে মুখ ঢেকে সামনে পেছনে গড়াগড়ি করতে থাকুন যতক্ষণ না আগুন নিভে যায়।

৭/ ধোঁয়ার ভেতরে মুখ না ঢেকে বের হতে যাবেন না। হেঁটেও বের হবেন না। যদি পুরো বাড়ি ঘন কালো ধোঁয়ায় ভরে যায়। হামাগুড়ি দিয়ে অথবা গড়াতে গড়াতে বের হতে হবে। মুখ সম্পূর্ণ ঢেকে ধোঁয়ার নিচ দিয়ে বের হয়ে আসতে হবে। নইলে ধোঁয়ার বিষাক্ত গ্যাস চোখে-মুখে ঢুকে গিয়ে বিপদ বাড়তে পারে।

৮/ ঘরের মধ্যে বন্দি পড়েলে ডাস্ট টেপ, ভেজা তোয়ালে বা কাপড় দিয়ে দরজা ও তার আশেপাশের সব ফাঁকা জায়গা ও বাতাস চলাচলের পথ বন্ধ করে দিন। জানালার বাইরে উজ্জ্বল রঙের কাপড় ঝুলিয়ে নাড়াচাড়া করতে থাকুন। যার ফলে অগ্নি নির্বাপন কর্মীরা বুঝতে পারেন আপনি ভেতরে আছেন।

৯/ আগুনের সূত্রপাত যদি রান্না ঘরের তেল বা গ্রিজ থেকে সৃষ্টি হয় তাহলে তার উপর বেকিং সোডা বা লবণ ঢেলে দেওয়ার চেষ্টা করুন। তবে রান্নার করার পাত্রে হলে জ্বলতো  কড়াইয়ে পানি ঢালবেন না।

১০/ হঠাৎ আগুন লাগলে কী করবেন সেই বিষয়ে পূর্বপ্রস্তুতি থাকতে হবে। দরজা, জানালা, সিঁড়ির অবস্থান ও তাড়াতাড়ি বেরিয়ে যাওয়ার জন্য বিকল্প কোনো রাস্তা আগে থেকেই নির্ধারিত করে রাখবেন।

১১/ বৈদ্যুতিক সুইচ বোর্ড বা মাল্টিপ্লাগের আশপাশে কাগজপত্র রাখবেন না। এছাড়া টিভি, ফ্রিজ, মাইক্রোওয়েভ ওভেন, মুঠোফোন চার্জার ইত্যাদি প্লাগে লাগিয়ে রাখবেন না। কাজ শেষ হলে সুইচ বন্ধ করে প্লাগ থেকে খুলে রাখুন।

“ভয়েস অফ হ্যালো”র ফেসবুক ক্লিক করুন

“ভয়েস অফ হ্যালো”র ইউটিউব ক্লিক করুন

[শিশুরাই তুলে ধরবে শিশুদের অধিকারের কথা, আপনিও লিখুন আপনার কথা। লেখা পাঠানোর ঠিকানা [email protected]]

Comments are closed.