এক গাছ সবুজ চুড়ি, বেণী করা চুল,
একটু আলতো করে, ছুয়ে দিলে তুমি,
আমি ফুটব হয়ে, সাদা গোলাপ ফুল।
ভালোবাসার লাল রঙে রাঙিয়ে দিও আমায়,
প্রিয় চুড়ি গুলোর মতো, যত্নে আগলে রাখবো তোমায়।
তোর নামের সাত রঙা চুড়ি পড়ে,
সাজবো আমি রাতের মরুজ্যোতি;
নিঃসঙ্গতার মাঝেও আমার মন-মস্তিষ্কে ছেয়ে আছো তুমি,
হয়ত অবহেলার মাঝে, যেমন থাকে ভাঙ্গা কাঁচের চুড়ি।
মো: রাশিদ শাবাব মুফরাদ
শিক্ষার্থী, নবম শ্রেণী, হাশেমিয়া কামিল মাদ্রাসা, কক্সবাজার।
“ভয়েস অফ হ্যালো”র ফেসবুক ক্লিক করুন
“ভয়েস অফ হ্যালো”র ইউটিউব ক্লিক করুন
[শিশুরাই তুলে ধরবে শিশুদের অধিকারের কথা, আপনিও লিখুন আপনার কথা। লেখা পাঠানোর ঠিকানা [email protected]]
Comments are closed.