মন বসে না পড়াতে
চায় শুধু বেড়াতে,
ফোন যদি পাই হাতে,
আসক্ত হই পাবজিতে।
ভোর দুপুরে লাফালাফি,
পুকুর, ডোবা, খালে
বিকাল বেলা ছুটে বেড়াই
বনে বাদাড়ে।
আম খাই, জাম খাই
খাই লিচু বেশি,
আমি এই বাংলাকেই খুব ভালবাসি।
পাখির মাংস দিয়ে হয় চড়ুইভাতি
আস্তে আস্তে নিচ্ছে বিদায় স্মৃতি।
সকাল বেলা মক্তবে যাই,
ভাঙ্গে না যে ঘুম,
মাঝে মধ্যে এলাকায় পড়ে বিয়ের ধুম।
খুব ভালবাসি বাংলাকে
খুব ভালবাসি এগ্রাম,
দাওয়াত থাকল গ্রামে
পাবে কাঠাল, আম, আর জাম।
মাজেদুর রহমান
শিক্ষার্থী, দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউট (বর্তমান ডুয়েট এডমিশন প্রস্তুতি)
“ভয়েস অফ হ্যালো”র ফেসবুক ক্লিক করুন
“ভয়েস অফ হ্যালো”র ইউটিউব ক্লিক করুন
[শিশুরাই তুলে ধরবে শিশুদের অধিকারের কথা, আপনিও লিখুন আপনার কথা। লেখা পাঠানোর ঠিকানা [email protected]]
Comments are closed.