একদিন ক্লাসে ক্লাস শিক্ষক শিক্ষার্থীদের উদ্দেশ্য প্রশ্ন তুলেছিল, বড় হতে চাও কে কে? প্রশ্ন শুনা মাত্রই সবাই হাত তুলে বলছিলাম, স্যার আমরা সবাই। সামনে হাতগুলো দেখেই আপ্লুত হলো স্যার। এরা সবাই বড় হতে চাই, শুনে বেশ ভালো লাগলো স্যারের।
সেই সময়ে স্যার বলেন, এটাই তো চাই! কিন্তু আমাদের বড় হতে হলে সবার আগে থাকতে হবে বড় হওয়ার ইচ্ছাশক্তি। এই ইচ্ছা শক্তির সঙ্গে যদি কোন কিছু নিদিষ্ট কাজ যোগ করতে পারো, তবেই দুনিয়ায় সাফল্য এবং পরলোকিক সাফল্য দুটোই লাভ করা যায়।
আমি যখন কলেজে পড়লাম তখন আমরা সবাই মিলে পুরো দেশটা ঘুরে বেড়াইছিলাম। তবে সে সময়ে কারোরই আর্থিক ব্যবস্থা তেমন ভালো ছিল না। কেউ হাতে টাকা দিয়ে বলেনি যাও বাবা ঘুরে আসো। আমাদেরই উদ্যোগী হয়ে সব ব্যবস্থা করতে হয়েছিল।
তোমরা ইবনে বতুতার নাম শুনেছ নিশ্চয়ই! তিনি ছিলেন একজন বিশ্ববিখ্যাত পর্যটক। ১৩৩৫ সালে ভ্রমণপিয়াসী মানুষটি হজব্রত পালনের উদ্দেশ্য দেশ ছেড়েছিলেন। তবে তার এই ভ্রমণ রুপ নেয় বিশ্ব ভ্রমণে। তাছাড়া তার ছোটবেলা থেকেই ছিল বিশ্বভ্রমণের প্রবল সংগল্প। অথচ আগেকার সময়ে ছিল না সুকীর্ণ পথ। যেখানে ছিল দুর্গম। আকাশ পথ তো দূরের কথা, ছিল না এখানকার মতো যানবাহন।
এ দুর্গম পথ পাড়ি দিয়ে তিনি ৬০ টি দেশের মতো বিশ্ব ভ্রমণ করেছিলেন। মৃত্যুর মুখোমুখিও হয়েছিল বহুবার কিন্তু থেমে থাকেননি তিনি। এ প্রবল ইচ্ছাশক্তির বলেই সুদূর মরক্কো থেকে ভারতীয় উপমহাদেশ পর্যন্ত তরী ভিড়িয়েছিলেন।
এছাড়া ইচ্ছা শক্তির বলেই মোগল সাম্রাজ্যের গোড়াপত্তনেরও বহু বছর আগে যুকব মোহাম্মদ বিন কাশিম সিন্ধু পাড়ি দিয়ে ভারতবর্ষে প্রথম ইসলামের মশাল জ্বালাতে সক্ষম হয়েছিলেন।
বখতিয়ার মাত্র সতেরো জন সাওয়ারি নিয়ে রাজা লক্ষণ সেনকে হটিয়ে বাংলার বঞ্চিত লোকদের মুক্তিদাতা হিসেবে আবির্ভূত হয়েছিলেন। মাত্র বারো বছর বয়সে সম্রাট হতে পেরেছিলেন আকবর। সুতরাং বলাই বাহুল্য ইচ্ছাশক্তিই সফলতাকে আহ্বান করে।
Samuel Beckett বলেছেন,
Ever tried ever failed, no matter,.
Try again, fail again, fail better.
বর্তমান সময়ের আলোচিত দার্শনিক Zig Ziglar বলেছেন,
Your attitude, not your aptitude,
will determine your attitude.
তাছাড়া প্রকৃত সয়লতার জন্য তিনটি বিষয় সব সময় মাথায় রাখবে,
যেখানে আছো সেখান থেকেই লক্ষ্য অর্জনে লেগে যাও,
তোমার যা আছে তা নিয়ে এগিয়ে যাও
যতটুকু সক্ষমতা আছে ততটুকু দিয়ে শুরু কর। কে কি বলছে তা নিয়ে ভাবার কোনো প্রয়োজন নেই।
তাছাড়া প্রতিদিন এই পাঁচটি লাইন বলবে-
• আমি সেরা
• আমি করতে পারি
• আল্লাহ সর্বদা আমার সঙ্গে আছেন
• আমি জয়ী
• আজকের দিনটা শুধুই আমার
তাই শুধু স্বপ্ন থাকলেই চলবে না, একই সাথে থাকতে হবে কঠোর পরিশ্রম এবং ত্যাগ। আরও থাকতে হবে বাঁধাকে জয় করার সাহস। সামনে এগিয়ে যাওয়ার দৃঢ় মনোবল।
Walt Disney বলেছেন…
If you can dream it,
You can do it. অর্থাৎ তুমি যদি স্বপ্ন দেখতে পার, তাহলে তুমি তা পূরণও করতে পারবে।
Winston Churchill বলেছেন,
Success is not final, failure is not fatal;
it is the courage to continue that counts! অর্থাৎ সফলতা চূড়ান্ত নয় আবার ব্যর্থতাও মারাত্বক কিছু না, বরং এগুলা পদচারণা অব্যাহত রাখার সাহস মাত্র।
এবার লক্ষ্যস্থির রেখে এগিয়ে যাও দ্রুত পথে, শত্রুকে জবাব দাও তোমার সফলতা দিয়ে। এটিই হবে শ্রেষ্ঠ প্রতিশোধ। মনে রাখবে, প্রতিজ্ঞা যদি দূঢ় হয়, তবে জয়ের পথে বাঁধা হতে পারে না কিছুই, সব বাঁধাই হবে তুচ্ছ।
মো: আরমান
শিক্ষার্থী, দশম শ্রেণি, পেকুয়া সরকারি মডেল জি এম সি ইনষ্টিটিউশন, কক্সবাজার।
“ভয়েস অফ হ্যালো”র ফেসবুক ক্লিক করুন
“ভয়েস অফ হ্যালো”র ইউটিউব ক্লিক করুন
[শিশুরাই তুলে ধরবে শিশুদের অধিকারের কথা, আপনিও লিখুন আপনার কথা। লেখা পাঠানোর ঠিকানা [email protected]]
Comments are closed.