কত কিছু তুমি, রেখেছো মনে।
কত স্মৃতি দিলে ঠাঁই।
পুরোনো আবেগ সাথে করে,
নতুনের ঘরে ফিরেছো ভাই।
পুরানো কথা ভুলে সবি,
নতুনের দ্বারের খোঁজে আমি।
তবুও তুমি অতীত নিয়ে,
রয়েছো ঘুরে প্রতি দ্বারে।
জীবন মরণ খেলার মাঝে,
সেখানে চলেছি এসেছি সাথে।
পিছুপা তুমি নেওনি কভু,
দুর্দশা এই জীবন হতে।
তোমার মাঝে নেই কেহ,পর।
নেই কভু মনে, নেই কভু ভয়।
আপন মনে রেখেছো সব।
ঘটছে সাথে, রাতদিন ভর।
এ ভাবেই তুমি রবে সারাদিন,
থাকবে জীবনে, প্রাণ যতদিন।
ভুলেও তবু পিছু যাবে না
জীবন আমার শেষ হবে না।
সালমান আবদুল্লাহ
এসএসসি পরীক্ষার্থী, তাহফিজুল কুরানিল কারিম ফাযিল মাদ্রাসা, ঢাকা।
“ভয়েস অফ হ্যালো”র ফেসবুক ক্লিক করুন
“ভয়েস অফ হ্যালো”র ইউটিউব ক্লিক করুন
“ভয়েস অফ হ্যালো”র সাইট ক্লিক করুন
[শিশুরাই তোলে ধরবে শিশুদের অধিকারের কথা, আপনিও লিখুন আপনার কথা। লেখার পাঠানোর ঠিকানা
[email protected]]
Comments are closed.