আজ তোমাকে মুক্তি দিলাম

আজ তোমাকে মুক্তি দিলাম,
একটা আকাশ চিড়ে,
একটা বায়ুমন্ডল ভেদ করে,
বরফ খন্ড যত মেঘ হয়ে,
বিন্দু বিন্দু যত জল হয়ে,
পৃথিবীর বুকে আছড়ে পড়ে।
তার বিনিময়ে তোমায় মুক্তি দিলাম!

আজ তোমাকে মুক্তি দিলাম।
একটা হৃৎপিণ্ড চিড়ে,
একটা পাঁজরের মাংস ছিড়ে,
শ্বাস-প্রশ্বাস যত কষ্ট হয়ে,
না পাওয়াগুলো সব বজ্রপাত হয়ে,
আমার বুকে আছড়ে পড়ে।
তার বিনিময়ে তোমায় মুক্তি দিলাম!

মোঃ শফিকুল ইসলাম
অর্নাস ১ বর্ষ, আলমগীর মনসুর (মিন্টু) মেমোরিয়াল কলেজ, ময়মনসিংহ।

“ভয়েস অফ হ্যালো”র ফেসবুক ক্লিক করুন
“ভয়েস অফ হ্যালো”র ইউটিউব ক্লিক করুন

[শিশুরাই তোলে ধরবে শিশুদের অধিকারের কথা, আপনিও লিখুন আপনার কথা। লেখার পাঠানোর ঠিকানা
[email protected]]

Comments are closed.