আঠারো তে আমি

আজ কলেবর বিণে
মিশে আছে এক
অভিনব শক্তি,
আছে অবনি জয়ের অঙ্গিকার,
কারণ বয়স এবার আঠারো আমার।

এ কায়ায় চলছে বয়ে
এক উদগত রক্তিম জোয়ার।
ধরনীর বুকে
নিজেকে নতুন করে দাঁড় করিবার
কারণ বয়স এখন আঠারো আমার।

দৃঢ় সংকল্প জাগে মনে
অদম্য কে জয় করার।
অশুভ কে বিদায় দিয়ে,
নতুন কে দাড় করাবার
কারণ বয়স এখন আঠারো আমার।

বাধা শৃঙ্খল সব পেরিয়ে
এগিয়ে চলি নতুন উদ্যমে।
সময় হয়েছে জেগে উঠার
ছিনিয়ে নিতে সব অধিকার,
কারণ বয়স এখন আঠারো আমার।

সালমান আবদুল্লাহ
এসএসসি পরীক্ষার্থী, তাহফিজুল কুরানিল কারিম ফাযিল মাদ্রাসা, ঢাকা

“ভয়েস অফ হ্যালো”র ফেসবুক ক্লিক করুন
“ভয়েস অফ হ্যালো”র ইউটিউব ক্লিক করুন

[শিশুরাই তুলে ধরবে শিশুদের অধিকারের কথা, আপনিও লিখুন আপনার কথা। লেখা পাঠানোর ঠিকানা [email protected]]

Comments are closed.