আমি তো বলিনি গো তোমারে,
চন্দ্র-কাব্য লিখিতে।
আমি তো বলিনি গো তোমারে,
কৈবল্যে মোড়িতে।
আমি তো বলিনি গো তোমারে,
বেদন স্বপন বুনিতে,
আমি তো বলিনি গো তোমারে,
গরবে আছড়ে পড়িতে।
আমি তো বলিনি গো তোমারে,
পাপাচারে লিপ্ত হইতে।
আমি তো বলিনি গো তোমারে,
কদঅভ্যাসরে প্রশ্রয় দিতে।
আমি তো বলিনি গো তোমারে,
স্বজনদের ধোঁকা খাইতে,
আমি তো বলিনি গো তোমারে,
নৈরাশার ভুক্তা হইতে।
আমি তো বলেছি গো তোমারে,
প্রকৃতির বন্ধু হইতে,
আমি তো বলেছি গো তোমারে,
নিসর্গ-কাব্য লিখিতে।
আমি তো বলেছি গো তোমারে,
পূণ্যে জীবন ভরে দিতে,
আমি তো বলেছি গো তোমারে,
রবের রাস্তায় সঁপে দিতে।
আমি তো বলেছি গো তোমারে,
অসাধ্য সাধন করিতে,
আমি তো বলেছি গো তোমারে,
নেপথ্যে কাজ সারিতে।
আমি তো বলেছি গো তোমারে,
সহজে না পটিতে,
আমি তো বলেছি গো তোমারে,
স্বকথা কাউরে বখরিতে।
লেখক: মো: রাশিদ শাবাব মুফরাদ
শিক্ষার্থী, ৮ম শ্রেণী, হাশেমিয়া কামিল মাদ্রাসা, কক্সবাজার।
“ভয়েস অফ হ্যালো”র ফেসবুক ক্লিক করুন
“ভয়েস অফ হ্যালো”র ইউটিউব ক্লিক করুন
[শিশুরাই তুলে ধরবে শিশুদের অধিকারের কথা, আপনিও লিখুন আপনার কথা। লেখা পাঠানোর ঠিকানা [email protected]]
Comments are closed.