কবি হাসান হাফিজুর রহমান
হাসান হাফিজুর রহমান কবি, সাংবাদিক, সমালোচক ও বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের ১৬ খণ্ডের দলিলপত্রের সম্পাদক হিসাবে খ্যাত ছিলেন।
কবি হাসান হাফিজুর রহমান জন্ম ১৯৩২ সালের ১৪ জুন জামালপুরে নানা বাড়িতে। বাবার নাম আবদুর রহমান এবং মায়ের নাম হাফিজা খাতুন। পৈত্রিক বাড়ি ছিল ইসলামপুর থানার কুলকান্দি গ্রাম।
হাসান হাফিজুর রহমান পেশাজীবনে সাপ্তাহিক বেগম, সওগাত, দৈনিক বাংলায় সাংবাদিকতা করেছেন। এছাড়া জগন্নাথ কলেজে বাংলা ভাষা ও সাহিত্যের অধ্যাপক ছিলেন তিনি। ১৯৭৩ সালে মস্কোর বাংলাদেশ দূতাবাসে প্রেস কাউন্সিলরের দায়িত্ব পালন করেন তিনি।
স্কুলছাত্র থাকা অবস্থায় সওগাত পত্রিকায় তার ছোট গল্প “অশ্রুভেজা পথ চলাতে” প্রকাশিত হয়। তার ভাষা আন্দোলনেও সক্রিয় অবদান ছিলেন। ১৯৫২ সালে একুশের চেতনার উপর ভিত্তি করে তার কবিতা অমর একুশে প্রকাশিত হয়।সেই সাথে আরও কিছু লেখা একত্রিত করে ১৯৫৩ সালে তিনি তার প্রথম বই একুশে ফেব্রুয়ারি প্রকাশ করেন।
হাফিজুর রহমান বিভিন্ন সামাজিক-রাজনৈতিক কাজে জড়িত ছিলেন। ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে সরাসরি অংশ নিয়েছিলেন তিনি।
উল্লেখযোগ্য অন্যান্য রচনার মধ্যে রয়েছে- বিমুখ প্রান্তর (১৯৬৩), আর্ত শব্দাবলী (১৯৬৮), আধুনিক কবি ও কবিতা (১৯৬৫), মূল্যবোধের জন্যে (১৯৭০), প্রতিবিম্ব (১৯৭৬), আরো দু’টি মৃত্যু (১৯৭০) ইত্যাদি। বাংলা ভাষায় হোমারের ‘ওডিসি’ তিনিই প্রথম অনুবাদ করেন।
কবি লেখালেখি জীবনে আদমজী পুরস্কার, বাংলা একাডেমি পুরস্কার, নাসিরউদ্দিন স্বর্ণ পদকসহ ১৯৮৪ সালে মরণোত্তর একুশে পদক পেয়েছেন।
হাসান হাফিজুর রহমান স্বাধীনতাযুদ্ধের দলিলপত্র সম্পাদনার দায়িত্বে থাকাকালে গুরুতর অসুস্থ হয়ে পড়লে ১৯৮৩ সালের ১৭ জানুয়ারি চিকিৎসার জন্য তাকে মস্কোতে নেওয়া হয়। সে বছরেরই ১ এপ্রিল মস্কোর সেন্ট্রাল ক্লিনিক হাসপাতালে মারা যান তিনি।
“ভয়েস অফ হ্যালো”র ফেসবুক ক্লিক করুন
“ভয়েস অফ হ্যালো”র ইউটিউব ক্লিক করুন
[শিশুরাই তুলে ধরবে শিশুদের অধিকারের কথা, আপনিও লিখুন আপনার কথা। লেখা পাঠানোর ঠিকানা [email protected]]
Comments are closed.