ক্ষীনালোক পথ
ছুটছে মানুষ ব্যাতি হয়ে কারো
না করে পরোয়া,
ব্যাতি হয়ে মনেও নেই তাদের
চুক্ষে পড়িছে বটছাঁয়া।
আচ্ছা, বাদল, বলতো মোরে তারা ছুটছে কোন পথে?
বাদল কহে ছুটছে তারা অজানা-
অচিন ভবিষ্যতের দিকে!
বাদল, কহিলো যাবিও কি তুই ওই
অজানার কালো পথে?
অনেক আগেই
রওয়ানা হলো মোর কারাভান ওই
কালো মরুর পথে!
কেমনে পেলি ছাড়া তুই ব্যাতির ওই
বিষাদ-কালো শেকল হতে?
জানি নে রে, বাদল।
হয়তো ছাড়িয়েছে মোর সঙ্গহীনতা ইহা হতে!?
বাদল, ঐখানেতে এক নিগুঢ় কালো
পথ, দেখছিস?
আচ্ছা, পথটা এরকম নিগুঢ় কালো
কেমনে হলো জানিস?
এমন দেখতে ছিলো নাকো দৃশ্যিত এই পথটা,
হয়েছে সব মোর লাগি এই পথটা উজালা থেকে কালা!
কেনো আমি-এত অভাগা, কেনো
এতো মনঃকাই ঝালাপালা?
এই ক্ষীনালোক পথটা বুঝি মোর
লাগিই এতো কালো-নিরালা!
মো: রাশিদ শাবাব মুফরাদ
শিক্ষার্থী, ৮ম শ্রেণী, হাশেমিয়া কামিল মাদ্রাসা, কক্সবাজার।
“ভয়েস অফ হ্যালো”র ফেসবুক ক্লিক করুন
“ভয়েস অফ হ্যালো”র ইউটিউব ক্লিক করুন
[শিশুরাই তুলে ধরবে শিশুদের অধিকারের কথা, আপনিও লিখুন আপনার কথা। লেখা পাঠানোর ঠিকানা [email protected]]
Comments are closed.