ঝঞ্জাটপূর্ণ এই শহরে

ঝঞ্জাটপূর্ণ এই ঘুটঘুটে শহরে,
হলো মোর জনম কি করে?
হেঁটে হেঁটে যাই যখন প্রাইভেটে,
মনুষ্য ব্যতিত দেখি তমঃ জিনিস চোখভরে।

আহা! ভুলেই গেলুম রে,
অহং প্রাইভেটে যাই সপ্তমে,
অবশ্য দেখিবো না কাউরে।
কেন?

তাহারা এই সময় ঘুমায় চোখবুঁজে,
অহং বলিয়া দিলুম এই হেতু টেনে।
বাষ্পশকট হতে বাহির হওয়া সেই তমঃ ধোঁয়া,
হায়! কত ঘর তমসাচ্ছন্ন করে দিয়ে মানুষের মোয়া প্রাণ নেয় হরন করিয়া।

আর কি কহিবো অহং,
আমরাই এগুলোর সৃষ্টিকর্তা
সৃষ্টি করিয়া মোরা এই জমিনকে বানিয়েছি জীবন বেচা-কেনার সস্তা টং।
যখন বলি, বেয়াদব! এভাবে ধোঁয়া ছেড়ে করো কেন প্রাণ হরন?
প্রতুত্তরে বলে, এগুলোই তো জীবনকে স্বাচ্ছন্দময় করার উপকরণ।

হায় জাতি! কেন এতো তমঃ জিনিস ছাড়িয়া শ্বাসপথ কর টাইট,
আবার তার নাম নাকি বিজ্ঞানের ভাষায় কার্বন-ডাই-অক্সাইড।
কেনো মোরা এটা ছাড়িয়া ক্ষয় করিতেছি ওজোনস্তর,
সহিতে কি পারিবো মোরা বিপদের সেই কালো ঝড়?

হে খোদা! রহমত দাও মোদের যেন ঠেকাতে পারি এই তমঃ রাক্ষসকে,
যাতে বাহির না হয় মোদের জান নিবার কথা মুখ ফস্কে।
হে খোদা! দাও মোদের বোঝার তাওফিক,
যেন মোরা বুঝিয়া করিতে পারি মোদের জীবন ঠিক।

মো: রাশিদ শাবাব মুফরাদ
শ্রেণী: ৮ম, হাশেমিয়া কামিল মাদ্রাসা, কক্সবাজার। 

Comments are closed.