ধারাবাহিক গল্প “গন্তব্য”-পর্ব ৩
আমি প্যাকেট হাতে নিয়ে দেখি মাত্র দুটি সিগারেট আছে। তবে আমার কোন রাগ হচ্ছে না কেন জানি, অন্য সময় হলে একটির বদলে তিনটি সিগারেট নেওয়ার জন্য আমি তাকে কিছু টা সাসিয়ে কথা বলতাম।
কফি হাউজের ওয়েটারদেরকে সম্ভবত অলসতা প্রবল ভাবে গ্ৰাস করেছে। মনেহচ্ছে কারণ টা আবার এর পিছনে যুক্তিযাক্ত কেন না প্রায় কয়েক ঘণ্টা খানিক ধরে টেবিলের উপর কফির কাপ দুটো খালি পড়ে আছে কিন্তু তাদের আসার কোন খোঁজ নেই।
ওয়েটারদের না আসার কারণ ও কিছু টা পরিস্কার কারণ কফি হাউজের বেশ কিছু লোক আকাশ কিছু টা পরিস্কার হওয়ার সাথে সাথে ত্যাগ করেছেন। মাত্র অল্প কয়েকজন জন এখন বসে আছেন, তাদের মাঝে ফেরার কোন চিন্তা ভাবনা নেই। অবশ্য আমিও তাদের দলের মধ্যেই একজন কেন না আমিও বসে আছি।
আরেক কাপ কফি নেওয়া যেতে পারে সাথে যদি খবরের কাগজ পেতে পারি তাহলে মন্দ হবে না, সাধারণ বিদেশের কফি হাউজ গুলো তে খবরের কাগজ বা ম্যাগাজিন থেকে থাকে। আমাদের দেশের কফি হাউজে থাকবে না কিনা তা আবার অনিশ্চিত, তবে থাকার সম্ভবনা টাও বেশি কারণ আমরা সব কিছুই আবার অন্যকে অনুসরণ করতে পছন্দ করি। বাঙালি জাতি অনুসরণ করতে করতে কবে যে নিজের সাংস্কৃতিকে হারিয়ে ফেলেছে তা হয়তো নিজেরাই জানে না।
অবশ্য এদেশের অনেকের কাছে নিজের দেশের চেয়ে অন্য দেশের সাংস্কৃতি সব সময় প্রিয়। আগামীতেও আসবে কারণ মাঝে মাঝে অন্যদেশের সাংস্কৃতিক উৎসবে দেশর টিভি শো হয়। এই দেশের কিছু সংখ্যাক টিভি চ্যানেলের মালিকরা দর্শক বাড়ানোর জন্য আহমক কিছু লোক খুঁজে বের করবে যারা সাংস্কৃতি বলতে কিছুই জানে না। যারা কিনা উৎসব বলে সেজে গুজে টিভির অফিসে অনুষ্ঠানে আসে। যেখানে তাদেরকে সহজ প্রশ্ন করলেও সঠিক উত্তর দিতে পারে না।
তারাও বরাবরই মতোই একই উত্তর দিবে যা প্রতি দেশীয় উৎসবের দিনে বলে থাকে। সারাদিন এ নিয়ে খবর চলে দেশের প্রতিটি চ্যানেলে, এভাবেই কেটে যায় সেই সংস্কৃতির উৎসবের দিন। এভাবেই সাথে সাথে বিদেশি সাংস্কৃতি ও নিজেদের সাংস্কৃতি বানিয়ে ফেলেছি তা হয়ত নিজেরাই জানি না। সেই সাথে এইভাবেই তরুণ প্রজন্ম থেকে দেশীয় সংস্কৃতির হারিয়ে যাচ্ছে।
সালমান আবদুল্লাহ
এসএসসি পরীক্ষার্থী, তাহফিজুল কুরানিল কারিম ফাযিল মাদ্রাসা, ঢাকা।
“ভয়েস অফ হ্যালো”র ফেসবুক ক্লিক করুন
“ভয়েস অফ হ্যালো”র ইউটিউব ক্লিক করুন
[শিশুরাই তুলে ধরবে শিশুদের অধিকারের কথা, আপনিও লিখুন আপনার কথা। লেখা পাঠানোর ঠিকানা [email protected]]
Comments are closed.