মানুষ শ্রমিক

উদয়-অস্ত খাটতে হবে,
এইতো মোদের নীতি।
শ্রমিক তো ভাই আমরা সবে
কার্য মোদের বুলি।

অর্থ-লোভী পিয়াস মালিক,
বুঝেনা মজুর ক্লেশ।
জীবন যদি যায় চলে ছেড়ে,
হবে না তাদের রেশ।

এইভাবে আর ক’দিন চলে,
আমরা তো ভাই মানুষ।
শ্রমিক বলে নেই কি দাম,
জীবন কি ভাই ফানুস।

চলো যায় একসাথে আজ।
মুষ্টিবদ্ধ হাত নিয়ে।
ওদের দ্বারে দেয় কড়া,
অধিকার আমাদের আছে।

সালমান আবদুল্লাহ
এসএসসি পরীক্ষার্থী, তাহফিজুল কুরানিল কারিম ফাযিল মাদ্রাসা, ঢাকা

“ভয়েস অফ হ্যালো”র ফেসবুক ক্লিক করুন
“ভয়েস অফ হ্যালো”র ইউটিউব ক্লিক করুন

[শিশুরাই তুলে ধরবে শিশুদের অধিকারের কথা, আপনিও লিখুন আপনার কথা। লেখার পাঠানোর ঠিকানা
[email protected]]

Comments are closed.