“মা”

মা যদি দাও আশা
তোমার প্রথম পাঠশালাতে
শিখব তোমার ভাষা।

মা যদি হও শ্রোতা
সারাক্ষন তোমার কাছে
কইবো মনের কথা।

মা যদি হও আমার দোয়ার ঘর
প্রদীব হয়ে জ্বলব সেথায়
সারা জনম ভর ।

মা যদি হও স্নিগ্ধ বটের ছায়া
রাখাল হয়ে থাকব মনে
মাখবো তোমার মায়া ।

মা যদি হও দূর আকাশের নীল
আমি হবো শঙ্খডানা চিল
তোমার আশীঁবাদের আলোয়
উড়বো অনাবিল ।

মা যদি হও চাঁদ
জ্যোৎস্না হয়ে থাকব সাথে
জাগব সারারাত ।

হও যদি মা ঘুমের দেশের পরী
দিনের শেষে স্বপন দেশে
ভিড়াবো মোর তরী ।

“ভয়েস অফ হ্যালো”র ফেসবুক ক্লিক করুন
“ভয়েস অফ হ্যালো”র ইউটিউব ক্লিক করুন

[শিশুরাই তুলে ধরবে শিশুদের অধিকারের কথা, আপনিও লিখুন আপনার কথা। লেখা পাঠানোর ঠিকানা
[email protected]]

মো: রুবেল মাহমুদ
শিক্ষার্থী, অনার্স ২ বর্ষ,ইসলামপুর সরকারী কলেজ,জামালপুর

Comments are closed.