কদমের গন্ধে ছেয়ে গেছে এই
প্রাণহীন রাত,
আমায় কেনো খাইয়েছিলে বিষন্ন
রাত জাগার ভাত?
আমার তো ছিলো না ক্ষুধা তুমিহীন
এই রাত জাগার,
কেন তুমি দিয়ে যাচ্ছো নৈরাশার
ঔষধের পাগার।
ছাঁদের তুমিহীনা ওই দোলনে দোল খেতে তো চাইনি আমি,
তুমি কি বুঝো না আমার হৃদয়ে কে
সেই অন্তর্যামী?
ঝিঁঝি পোর আওয়াজে কপাত করে
ভেঙে যায় ওই নিস্তব্ধতা,
তুমি কি দেখোনা আমার সঙ্গী
প্রয়োজনের তৃষ্ণার্তা?
ঘুটঘুটে ওই গগণে দেখো কি ওই তারাগুলির বিষন্নতা,
তারাও হয়তো আজ চান্নিকে হারিয়ে পেয়েছে আগ্রাসনতা!
গাছের পাতাও যেমন শতো ঝঞ্জায়
তার প্রিয়কে দেয় সঙ্গতা,
তুমিও কি দিবে? কাটিয়ে তুলতে রাতের এই ভাঙা নিস্তব্ধতা!
মো: রাশিদ শাবাব মুফরাদ
শিক্ষার্থী, ৮ম শ্রেণী, হাশেমিয়া কামিল মাদ্রাসা, কক্সবাজার।
“ভয়েস অফ হ্যালো”র ফেসবুক ক্লিক করুন
“ভয়েস অফ হ্যালো”র ইউটিউব ক্লিক করুন
[শিশুরাই তুলে ধরবে শিশুদের অধিকারের কথা, আপনিও লিখুন আপনার কথা। লেখা পাঠানোর ঠিকানা [email protected]]
Comments are closed.