শিশুদের টিকা নিশ্চিত করতে মুশফিকের আহ্বান

২৪ এপ্রিল থেকে ইউনিসেফ ঘোষিত দেশজুড়ে শুরু হয়েছে সপ্তাহব্যাপী টিকাদান কর্মসূচি। সবাইকে টিকা গ্রহণের আহ্বান করতে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন শিশুদের টিকা নিশ্চিত করে মারাত্মক রোগের হাত থেকে রক্ষা করুন।

মুশফিকুর রহিম বর্তমানে শ্রীলঙ্কা বিপক্ষে টেস্ট সিরিজ খেলেতে সেখানে আছেন। তিনি সেখান থেকেই নিজের অফিসিয়াল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক থেকে এ বার্তা দিয়েছেন।

উইকেটরক্ষক মুশফিকুর রহিম ফেসবুকে নিজের ছেলে শাহরুজ রহিম মায়ানের সাথে ছবি শেয়ার করে লিখেছেন,
আমাকে, আমার সন্তানকে এবং আমার দেশকে পোলিও, হাম এবং ডিপথেরিয়ার মতো মারাত্মক রোগ থেকে রক্ষা করেছে টিকা।

তাই এই বিশ্ব টিকাদান সপ্তাহে, ইউনিসেফ এর জরুরি আহ্বানের সাড়া দিন: আপনার এবং আপনার শিশুর সময়মতো টিকা নিশ্চিত করে নিজেকে, প্রিয়জনকে এবং পুরো পৃথিবীকে মারাত্মক রোগের হাত থেকে রক্ষা করুন।

মুশফিকুর রহিম ২০২০ সালের অক্টোবর থেকে ইউনিসেফের শুভেচ্ছাদূত হিসেবে কাজ করছেন। ইউনিসেফের দূত হিসেবে শিক্ষার অধিকার, দারিদ্র্য ও বৈষম্যের প্রভাব ও সহিংসতা, নির্যাতন ও শোষণের বিরুদ্ধে সুরক্ষার জন্য শিশুদের প্রয়োজনীয়তার বিষয়েও কাজ করছেন এই উইকেটরক্ষক।

“ভয়েস অফ হ্যালো”র ফেসবুক ক্লিক করুন
“ভয়েস অফ হ্যালো”র ইউটিউব ক্লিক করুন

[শিশুরাই তুলে ধরবে শিশুদের অধিকারের কথা, আপনিও লিখুন আপনার কথা। লেখার পাঠানোর ঠিকানা
[email protected]]

Comments are closed.