শিশুরাই দেশের ভবিষ্যৎ

কিশোর কবি সুকান্ত বলেছিলেন, এ বিশ্বকে শিশুর বাসযোগ করে যাব, আমি নবজাতকের কাছে এ আমার দৃঢ়। যদিও নবজাতকের আগমন ধ্বনি হলো কান্না তবুও এই কান্না আমাদের আনন্দে ভাষায়। আজকে যারা শিশু তারাই আগামী দিনে গড়ে উঠবে দেশ ও রাষ্ট্রের কর্ণধার হিসেবে। তাই শিশুদের হাতে ভবিষ্যৎ গড়বে বলে পৃথিবীকে বাসযোগ্য করতে আজ আমাদের এত চেষ্টা।

আজকে যে শিশু অবুঝ তারাই আগামী দিনে হবে দেশের মহামানব। সাধারণত শিশু বলতে আমরা ৫-৬ বছর বয়সের বাচ্চাদের বুঝি। তবে আমাদের দেশের আইন অনুযায়ী ০ থেকে ১৮ বছর বয়সী সকল ছেলে মেয়েই শিশু।

শিশুর প্রতি মানুষ অকৃত্রিম ভালোবাসা অনুভব করে। জাতি, ধর্ম, বর্ণ সকল মানুষেরই শিশুর প্রতি মোটামুটি ভালবাসা থাকে।প্রত্যেকে তার শিশুকে সর্বোত্তম আদর, স্নেহ দিতে চায়। কিন্তু শিশুদের জন্য এই ভালোবাসাটাই যথেষ্ট নয়। শিশুর প্রতি আমাদের সকলের কাছে কিছু দায়িত্ব রয়েছে।

প্রথমত শিশুর অন্ন, বস্ত্র এবং বাসস্থান নিশ্চিত করা। দ্বিতীয়ত শিশুর শিক্ষা ও অন্যান্য অধিকার নিশ্চিত করা। তৃতীয়ত শিশুর সামাজিকরণ নিশ্চিত করা। একটি শিশুকে সৎ এবং নিষ্ঠাবান মানুষ হিসেবে গড়ে তোলা আমাদের নৈতিক দায়িত্ব। তাদের প্রতি আমাদের খুব বেশি যত্নশীল হওয়া দরকার। কারণ শিশুকে আমরা যে শিক্ষায় গড়ে তুলব, তার আঙ্গিকে শিশুরা ভবিষ্যতকে স্থাপন করবে।

আগে মনে করা হতো, শিশুদের কোন মতামত থাকতে পারে না, থাকলেও সেগুলো শুনতে হবে কি?। তাদের প্রতি ছিল এক অহেলার দৃষ্টি কিন্তু এখন তা পরিবর্তন হয়েছে। এখন শিশুদের মতামত গ্রহণ করা হয়।

শিশুর উপরেই নির্ভর করছে আমাদের ভবিষ্যৎ। আমাদের কেবল এমন একটি পরিবেশ সৃষ্টি করতে হবে যাতে তাদের অন্তরে লুকিয়ে থাকা প্রতিভা বিকশিত হতে পারে। এমন হতে পারে যেন তাদের মাঝে থেকেই আমরা পেয়ে যাব আগামী দেশের সুমহান বুদ্ধিজীবী এবং দেশের সুনাগরিক।

শিশুরাই দেশের ভবিষ্যৎ, আমাদের ভবিষ্যৎ। তাই সকলের জন্য একটি সুন্দর ভবিষ্যত নিশ্চিত করতে হলে, আমাদেরকেই প্রথমে শিশুদের যোগ্য, সৎ এবং নিষ্ঠাবান গড়ে তুলতে হবে। একটি সুন্দর ভবিষ্যতের কথা বিবেচনা করে, গড়ে তুলতে হবে শিশুদের।

লেখক: মো: আরমান
শিক্ষার্থী, দশম শ্রেণি, পেকুয়া সরকারি মডেল জি এম সি ইনষ্টিটিউশন, কক্সবাজার

“ভয়েস অফ হ্যালো”র ফেসবুক ক্লিক করুন
“ভয়েস অফ হ্যালো”র ইউটিউব ক্লিক করুন

[শিশুরাই তোলে ধরবে শিশুদের অধিকারের কথা, আপনিও লিখুন আপনার কথা। লেখার পাঠানোর ঠিকানা
[email protected]]

1 Comment
  1. Nowshin Jahan says

    Brilliant work….

Comments are closed.