হঠাৎ সর্দি-কাশি দেখা দিতেই পারে। মহামারির সময়, তাই সাধারণ সর্দি-কাশিও অনেকের কাছে ভয়ের কারণ। সর্দি-কাশির হাত থেকে বাঁচতে কিছু ঘরোয়া উপায় মেনে চলতে পারেন। আপনার ঘরে থাকা পেঁয়াজেই মিলতে পারে সমাধান।
হঠাৎ সর্দি-কাশি ঘরোয়া সমাধান:
ক্ষতিকর ব্যাক্টেরিয়া নষ্ট করে: পায়ে থাকে ৭০০০ স্নায়ু, যা পুরো শরীরের সঙ্গে যুক্ত। তাই আপনি যদি মোজার মধ্যে একটি পেঁয়াজ রেখে দেন তাহলে নানা সমস্যার সমাধান সম্ভব হতে পারে। মোজা পরে তাতে পেঁয়াজ রেখে দিন, এটি পুরো শরীর পরিষ্কার করবে। এই পেঁয়াজ শরীরের নানা জার্ম ও ব্যাক্টেরিয়া শোষণ করে নেবে। আমাদের পায়ের তালুর ত্বক পাতলা থাকে। যে কারণে রক্ত উপকারী ব্যাক্টেরিয়া ও কেমিক্যাল সহজেই শোষণ করে নিতে পারে। অর্গ্যানিক পেঁয়াজ ব্যবহার করা উচিত।
সর্দি থেকে দূরে রাখে: সর্দি থেকে বাঁচতে মোজায় পেঁয়াজ ঢুকিয়ে ঘুমাতে যান। এতে থাকা নানা উপাদান সর্দি থেকে মুক্তি দেবে সহজেই। পেঁয়াজ গন্ধ শুষে নিতে সহায়ক। ঘুমাতে যাওয়ার আগে মোজায় পেঁয়াজ রেখে দিলে তা নানা খারাপ ব্যাক্টেরিয়া শোষণ করতে পারে। এক্ষেত্রে অর্গ্যানিক পেঁয়াজ ব্যবহার করা উচিত।
শরীর পরিশোধন করে: কেমিক্যাল ও কীটনাশক দিয়ে উৎপন্ন পেঁয়াজ ব্যবহার করবেন না। এতে পেঁয়াজের নানান ক্ষতিকর কেমিক্যাল পায়ের মাধ্যমে রক্তে প্রবেশ করতে পারে। ফলে উপকারের বদলে ক্ষতি হবে। অর্গ্যানিক পেঁয়াজ ব্যবহার করুন। মোজার মধ্যে পেঁয়াজ রেখে ঘুমানোর উপকারিতা সম্পর্কে লস এঞ্জেলেসের হোমিওপ্যাথিক চিকিৎসক লরেন ফেডার জানিয়েছেন- এই পদ্ধতিতে সর্দি, ব্লাডারে সংক্রমণ, দাঁতে ব্যথা, কানে ব্যথা ইত্যাদি কমানো যেতে পারে।
“ভয়েস অফ হ্যালো”র ফেসবুক ক্লিক করুন
“ভয়েস অফ হ্যালো”র ইউটিউব ক্লিক করুন
[শিশুরাই তুলে ধরবে শিশুদের অধিকারের কথা, আপনিও লিখুন আপনার কথা। লেখা পাঠানোর ঠিকানা
[email protected]]
Comments are closed.