বর্তমানে হরেক রকমের চা পাওয়া যায়। এবার নতুন এক চায়ের কথা বলছেন বিশেষজ্ঞরা। যাকে বাংলায় বলে ‘হলুদ-আদা চা’। এই চায়ে আদার সঙ্গে থাকবে হলুদের গুঁড়া। নিয়মিত হলুদ চা পানে হজম ক্ষমতা বৃদ্ধি পায়, ওজন নিয়ন্ত্রণ করে, মাথার খুশকির সমস্যা দূর হয় এবং আর্থারাইটিসের ব্যথা কমায়।
হলুদ চায়ে দূর হবে অনেক রোগ:
স্মৃতিশক্তির উন্নতি: হলুদে প্রচুর মাত্রায় অ্যান্টিঅক্সিডেন্ট থাকায় রক্তে উপস্থিত ক্ষতিকর উপাদানের শরীর থেকে অপসারণ করতে সাহায্য করে। তাই নিয়মিত হলুদ চা পানে ব্রেন সেল ড্যামেজের আশঙ্কা অনেক কমে।
হার্টের ক্ষমতা বাড়ায়: নিয়মিত হলুদ চা পানের ফলে হার্টে রক্ত সরবরাহকারী আর্টারিদের কার্যক্ষমতা বাড়তে থাকে। পাশাপাশি স্ট্রোকের মতো ভয়াবহ আশঙ্কাও থেকে মুক্তি মিলে। সে কারণে হার্টকে সুস্থ রাখতে নিয়মিত হলুদ চা পান শুরু করুন।
দৃষ্টিশক্তির উন্নয়ন: হলুদ চায়ে এমন এমন উপাদান রয়েছে যাতে চোখের রেটিনাকে রক্ষা করে এবং দৃষ্টিশক্তি বৃদ্ধিতে বিশেষ ভূমিকা রাখে।
রক্তে কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণ: হলুদে থাকা কারকিউমিন রক্তে জমতে থাকা কোলেস্টেরলের মাত্রা হ্রাস করে হার্ট অ্যাটাক ও স্ট্রোকের ঝুঁকি অনেক কমিয়ে আনে।
ক্যানসার ঝুঁকি কমিয়ে আনে: হলুদে থাকা অ্যান্টি ইনফ্লেমেটরি প্রোপাটির্জ ও অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান শরীরে থাকা ক্যানসার কোষ জন্মাতে দেয় না।
“ভয়েস অফ হ্যালো”র ফেসবুক ক্লিক করুন
“ভয়েস অফ হ্যালো”র ইউটিউব ক্লিক করুন
[শিশুরাই তোলে ধরবে শিশুদের অধিকারের কথা, আপনিও লিখুন আপনার কথা। লেখার পাঠানোর ঠিকানা
[email protected]]
Comments are closed.