দাবায় সর্বকনিষ্ঠ গ্র্যান্ডমাস্টার হওয়ার বিশ্বরেকর্ড গড়েছেন অভিমন্যু মিশ্র। মাত্র ১২ বছর বয়সেই এই শিরোপা অর্জন করেছেন ভারতীয় বংশোদ্ভূত এই দাবাড়ু।
বুধবার (৩০ জুন) বুদাপেস্টে এই কীর্তি গড়েন অভিমন্যু। রাশিয়ার সার্জে কার্জাকিনের রেকর্ড ভেঙে দিয়েছেন অভিমন্যু। কার্জাকিন গ্র্যান্ডমাস্টার হয়েছিলেন ১২ বছর ৭ মাস বয়সে। অভিমন্যু গ্র্যান্ডমাস্টার হলেন ১২ বছর ৪ মাস ২৫ দিন বয়সে।
আগেই ২৫০০ রেটিং পার করেছিলেন অভিমন্যু। বুধবার কালো ঘুঁটি নিয়ে অভিমন্যু হারিয়ে দেন ভারতের ১৫ বছর বয়সের গ্র্যান্ডমাস্টার লিও লুক মেন্ডোঙ্কাকে।
দাবা সংস্থার ওয়েবসাইটে লেখা হয়, ‘বুধবার অভিমন্যু ওর ছোট ক্যারিয়ারের সবচেয়ে গুরুত্বপূর্ণ জয়টা পেল। কালো ঘুঁটি নিয়ে ভারতের ১৫ বছর বয়সের গ্র্যান্ডমাস্টার লিও লুক মেন্ডোঙ্কাকে হারিয়ে ২৬০০ রেটিং টপকে যায় সে।’
ভারতীয় বংশোদ্ভুত অভিমন্যুর জন্ম এবং বেড়ে উঠা মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে। ২০০৯ সালের ৫ ফেব্রুয়ারি জন্ম নেওয়া অভিমন্যু আইএম হওয়ার পথে ভারতীয় দাবাড়ু আর প্রজ্ঞানানন্দের রেকর্ড ভাঙেন। প্রজ্ঞানানন্দ ১০ বছর ১০ মাস ১৯ দিন বয়সে আইএম খেতাব অর্জন করেছিলেন। সূত্র: ইত্তেফাক
“ভয়েস অফ হ্যালো”র ফেসবুক ক্লিক করুন
“ভয়েস অফ হ্যালো”র ইউটিউব ক্লিক করুন
[শিশুরাই তুলে ধরবে শিশুদের অধিকারের কথা, আপনিও লিখুন আপনার কথা। লেখা পাঠানোর ঠিকানা
[email protected]]
Comments are closed.