বঙ্গবন্ধু

চার যুগ গেল তবু ঘুচলো না ব্যাথা
সেই মনে পরে বঙ্গবন্ধুর কথা।
মুজিব নামের ঐ নেতাটি হারিয়ে গেল কেন,
৭৫ এর ঐ কালো রাত তা কী তোমরা জানো।

যিনি বাসতো ভালো সকলকে, দেখতো স্বপ্ন নতুন দিনের
স্বাধীনতার স্বপ্ন বুনেছিল মনে জনগণের।
বাংলার মাঠ ঘাট বালুচরে
ঘুরলেই তার স্মৃতি মনে পরে।

ধান ক্ষেতে ভেসে ওঠে তার সোনা মুখ
তার বিরহ বেথায় ভরে আছে বাঙ্গালীর বুক।
গোপালগঞ্জ হয়েছে শ্মশান তাকে ছাড়া
তিনি যে হলেন পিয় নেতা আমরা এখন নেতা হারা।

বাংলা আমার মাতৃভাষা বাংলায় কথা বলি
ফুল হয়ে ফোটে প্রতিটি গাছে বঙ্গবন্ধু কলি।
আগস্ট এলে বুক ফেটে যায়, চোখ ভরে যায় জলে
বৃক্ষ লতা পাতাও শোকের কথাই বলে।

কখন ফিরবে দেখবো তারে আশা রাখছি মনে
কে বলছে মরেছে মুজিব, বেঁচে আছে বাঙ্গালীর মনে প্রাণে।

মাজেদুর রহমান
শিক্ষার্থী, দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউট (বর্তমান ডুয়েট এডমিশন প্রস্তুতি)

“ভয়েস অফ হ্যালো”র ফেসবুক ক্লিক করুন

“ভয়েস অফ হ্যালো”র ইউটিউব ক্লিক করুন

[শিশুরাই তুলে ধরবে শিশুদের অধিকারের কথা, আপনিও লিখুন আপনার কথা। লেখা পাঠানোর ঠিকানা [email protected]]

Comments are closed.