২০২৩ সালের দ্বিতীয় ও বছরের শেষ সূর্যগ্রহণ হবে আগামী ১৪ অক্টোবর। এ বছরের প্রথম সূর্যগ্রহণটি ২০ এপ্রিল হয়েছি। এবার দ্বিতীয় সূর্যগ্রহণের পালা। এই গ্রহণকে কঙ্কনাকৃতি সূর্যগ্রহণ বলা হবে।
চলতি সালের দ্বিতীয় সূর্যগ্রহণটি অমাবস্যার শনিবারে পড়ছে। এদিন ভারতীয় সময় রাত ৮টা ৩৪ মিনিটে গ্রহণ শুরু হবে। শেষ হবে রাত সোয়া দুইটায়। তবে এই গ্রহণ বাংলাদেশ থেকে দেখা যাবে না।
কঙ্কণাকৃতি সূর্যগ্রহণ নামকরণ কেন?
অক্টোবরের এই গ্রহণ মূলত বলয়গ্রাস। যার ফলেই এমন দিনে আকাশে সূর্যকে কঙ্কণ বা চুড়ির আকারে দেখতে লাগবে। এতে এই নামকরণ করা।
কোন কোন দেশ থেকে সূর্যগ্রহণ দেখা যাবে?
এ গ্রহণ বাংলাদেশ ও ভারত থেকে দেখা যাবে না। দেখা যাবে, দক্ষিণ আমেরিকার ব্রাজিল, বাহামাজ, ডমিনিকায়। দেখা যাবে আমেরিকা, কানাডা, ব্রিটিশ ভার্জিন আইল্যান্ড, মেক্সিকো, গুয়েতেমালা, আর্জেন্টিনা, কিউবা পেরু, উরুগুয়ে ইত্যাদি দেশে।
সূত্র- ডেইলি বাংলাদেশ
[শিশুরাই তুলে ধরবে শিশুদের অধিকারের কথা, আপনিও লিখুন আপনার কথা। লেখা পাঠানোর ঠিকানা [email protected]]
Comments are closed.