হলদে সরষে ফুল

নীল দীগন্তের নিচে
মাথায় হলদে ঝাকা নিয়ে
দুলছো বিদেশিনীর বেশে।

গায়ে তোমার হিমিহিমি সুগন্ধি মেখে
আমায় তুমি আকুল সুরে
পাগল করিলে অবশেষে।

ভোমরা তোমার চারিদিকে করিতেছে
ঘুম পারানি মিষ্টি মধুর গান।
তাহা দেখিয়া বাতাস শখা
মনে মনে করিতেছে আনচান।

তোমার রূপেতে মুগ্ধ আমি,
মুগ্ধ এ কবির মন প্রাণ
যদি না হয় আর দেখা
ওগো কথা দেও আমায়
করিবে না তুমি কবু অভিমান।

তুমি আমার মন মুগ্ধ কর আভা
ফোটে থাকো তুমি জুরিয়ে তোমার শাখা।
ভূলিব না তোমার মিষ্টি মাখানো ঘ্রাণ
তুমি প্রিয় হলুদ শরশে ফুলের বাগান।

মোহাম্মদ শাহীন আলম
শিক্ষার্থী, ৫ম সেমিস্টার, ভোলা পলিটেকনিক ইন্সটিটিউট।

“ভয়েস অফ হ্যালো”র ফেসবুক ক্লিক করুন
“ভয়েস অফ হ্যালো”র ইউটিউব ক্লিক করুন

[শিশুরাই তুলে ধরবে শিশুদের অধিকারের কথা, আপনিও লিখুন আপনার কথা। লেখা পাঠানোর ঠিকানা [email protected]]

Comments are closed.