পোড়া মানচিত্র

ক্ষুধার মানচিত্র বুকে
আমি মেশিন চালাই
আমার পোড়া হাড় গুনে গুনে
পুঁজিবাদের মালা জপে
আদর্শ বকুল!

আমার কাশফুলকাফন মাড়িয়ে যায়
থলের বেড়াল
আমি মেশিন চালাই…
আমার ঘাম,রক্ত আর পুঁজে
জুস খায় ঘুণেধরা প্রজন্ম!
আমার কবর ফিনিক্স পাখি হয়ে উড়ে বেড়ায়…

সোনার তালা ভেঙে
পালানোর পথ আমি পাইনা
কারণ,আমার ক্ষুধার পথ
আমায় গোগ্রাসে গিলে খায়
আমি মেশিন চালাই!

আগুনে পোড়া জীবন আমার
কংক্রিটের বুকে চাপা পড়ে রয়
আমার পোড়া হাড়….

আমার পোড়া হাড়ের ঠিকানায়
দিকবিদিক কানামাছি খেলে
আমার পরিজন!
আমি মেশিন চালাই….

ক্ষুধার মেশিনে
আমার লাশের মূল্য
পঁচিশ হাজার সংসদভবন
আর জাতির পিতার নিরুত্তাপ চাহনি!

লেখক: নাজিয়া নিগার
কবি ও লেখক।

“ভয়েস অফ হ্যালো”র ফেসবুক ক্লিক করুন
“ভয়েস অফ হ্যালো”র ইউটিউব ক্লিক করুন

[শিশুরাই তুলে ধরবে শিশুদের অধিকারের কথা, আপনিও লিখুন আপনার কথা। লেখা পাঠানোর ঠিকানা [email protected]]

Comments are closed.