গরীব শিশু কাজ করিবে
এটাই বুঝি নীতি ।
পেটের ক্ষুদার কামড় তাদের,
বড় ভয় ভীতি ।।
জন্ময় তাদের কর্মের জন্য,
মৃত্যু অবদি হায় ।
বাসা বাড়ি হোটেল কারখানায়,
এদের দেখা যায় ।।
নিম্নশ্রেণীতে কাজ করিবে
এটাই চুক্তিবদ্ধ ।
স্কুল কলেজ এদের জন্য,
বড়ই অসাধ্য ।।
আর কতকাল থাকবে,
দেশে শিশুশ্রম ।
বন্ধ করতে হবেই হবে
শিশুশ্রম একদম ।।
“ভয়েস অফ হ্যালো”র ফেসবুক ক্লিক করুন
“ভয়েস অফ হ্যালো”র ইউটিউব ক্লিক করুন
[শিশুরাই তুলে ধরবে শিশুদের অধিকারের কথা, আপনিও লিখুন আপনার কথা। লেখার পাঠানোর ঠিকানা
[email protected]]
Comments are closed.