অটিজম এই শব্দটি দ্বারা অনেকে মানসিক রোগ বুঝলেও মূলত এক ধরণের স্নায়ুবিক বিকাশ-জনিত সমস্যা। শিশুদের অটিজম কেন হয় তার সুনির্দিষ্ট কারণ জানা যায়নি। অটিজম একটা জন্মগত ব্যাপার। শিশুর বয়স বাড়ার সাথে সাথে এই লক্ষণগুলো প্রকাশ পেতে থাকে। অভিভাবকরা একটু খেয়াল রাখলেই শিশুদের আচরণগত সমস্যায় বুঝতে পারবে।
দেখে নিন অটিজম শিশুদের প্রথম লক্ষণ সমূহ
সমবয়সীদের সাথে না থাকা: অটিজম শিশুরা কখনই তার সমবয়সী শিশুদের সাথে মিশবে না। তাদের সাথে খেলাধুলা ও সঙ্গ দিতে ভালো লাগবে না। যে সকল শিশুরা সবসময় একা একা থাকার চেষ্টা করবে। ঘরে কোন এক জায়গায় নিজের মত করে থাকবে।
পুনরাবৃত্তিমূলক আচরণ: একই আচরণ তারা বার বার করবে।কেউ তাদের একটা খেলনা দিলেন সেটা সে এক ভাবে খেলবে।আবার অন্য একটা খেলনা দিলেন সেটাও তারা আগের মতোই খেলবে।
চোখে চোখ রেখে কথা না বলা: অটিজম শিশুরা চোখে চোখ রেখে কথা বলবে না। কেউ যদি তাদের সাথে কথা বলা বা কাজ করার চেষ্টা করে। তবে তারা চোখের দিকে তাকাবে না।
কথা বলায় জড়তা: কোন কোন শিশুর ক্ষেত্রে কথা বলায় জড়তা থাকতে পারে। আবার কোন কোন শিশু একেবারে কথায় বলছে না। একটা বয়স পর্যন্ত কথা বললেও পরে আস্তে আস্তে ভুলে যাচ্ছে।
ধৈর্য কম থাকা: এই শিশুদের ধৈর্য কম থাকবে। একটা খেলনা দিলে সেই খেলনার প্রতি ধৈর্য হারিয়ে এক মিনিট পরেই আর খেলবে না। এক-দুই মিনিট পর তার মনোযোগ নষ্ট হয়ে যাবে।
সামাজিকীকরণ অনুপস্থিত থাকবে: সামাজিকভাবে যেসব আচরণ গুলো শিশুদের শেখানো হয় সেগুলোর প্রতির তাদের অনেক অনীহা দেখা যাবে। পরিবেশ-পরিস্থিতি ভেদে পরিবার-পরিজন বা বড়-ছোটদের সাথে কি আচরণ করতে হয় এটা তারা বুঝে উঠতে পারে না।
“ভয়েস অফ হ্যালো”র ফেসবুক ক্লিক করুন
“ভয়েস অফ হ্যালো”র ইউটিউব ক্লিক করুন
[শিশুরাই তুলে ধরবে শিশুদের অধিকারের কথা, আপনিও লিখুন আপনার কথা। লেখা পাঠানোর ঠিকানা [email protected]]
Comments are closed.