খুঁজো কি আমায়

হাজার জনের ভিড়ে আমি এক পশলা ঈষৎ,

আদৌ কি কেউ বুঝতে চায় মোর

অনূকূলতার গতি পথ?

সবাই কহে, তুমি বাবু বড়ই সুখি

জীবনবাজির পরতে,

তারা বুঝে কি, জীবনবাজি বড়ই

সোজা জয় করতে!

প্রতিকূলতায় ভাসছি আমি কেউ

কি খুঁজো আমায়?

নহি বাপু, পারিনে মোরা কর্ম-চাপে; জীবন মোদের যায়!

কত অলীকাশা, কত ভুগবো ভাসা,

জীবন মোদের ডাঁশা,

এমনই তো যেতে হবে সে ভূ-কলুষে,

প্রস্তুত থাকো চাষা!

জীবন পথে পাবে না তুমি সরল

সঠিক বন্ধু,

পাবে শুধু ধোঁকাবাজির গ্যারাজ

সমেত নাট-বল্টু!

আমার দেহাংশ পড়ে থাকিবে কেহ

কি খুঁজিবে আমায়?

জানি নে ভায়া, খুঁজবে বোধহয় আলো

সমেত নিরাকায়!

আলো আসিবে ভাঙিতে মোর ভাঙা-

কালা নিস্তব্ধতা,

আসিয়াই দেখিবে এই মস্ত দেহে

একি নিগুঢ় জড়তা!

জীবন পথে গড়েছি আমি ধোঁকার

জলের সরাইখানা,

মত্ত হয়ে খুঁজবে বোধহয় জীবন

ছারখারের পথখানা!

মো: রাশিদ শাবাব মুফরাদ
শিক্ষার্থী, ৮ম শ্রেণী, হাশেমিয়া কামিল মাদ্রাসা, কক্সবাজার

“ভয়েস অফ হ্যালো”র ফেসবুক ক্লিক করুন
“ভয়েস অফ হ্যালো”র ইউটিউব ক্লিক করুন

[শিশুরাই তুলে ধরবে শিশুদের অধিকারের কথা, আপনিও লিখুন আপনার কথা। লেখা পাঠানোর ঠিকানা [email protected]]

Comments are closed.