তুমি নামক আগন্তুকের জন্য

তোমার জন্য আলসে চোখেও জাগতে পারি,
তোমার তরেই মাঝ নিশিতেও আমি কবিতা লেখি।

হৃদয় মাঝারে তোমায় রাখি খুব যতনে,
আসবে বলে প্রহর গুনি আপন মনে।

তোমার পথে উদাস চোখে যাই হারিয়ে,
কখন এসে ছুঁয়ে দেবে হাত বাড়িয়ে।

তোমায় ঘিরে বৃষ্টিস্নানের গল্প বুনি,
সিক্ত আমি মেঘলা দিনেও কাব্য শুনি।

হাতের মুঠোয় স্বপ্ন ভরে দেই উড়িয়ে,
যদি তুমি দু’হাত বাড়িয়ে নাও কুড়িয়ে।

লেখক: শারমীম শায়লা শান্তা
শিক্ষার্থী, উদ্ভিদবিদ্যা বিভাগ, শেরপুর সরকারি কলেজ।

“ভয়েস অফ হ্যালো”র ফেসবুক ক্লিক করুন
“ভয়েস অফ হ্যালো”র ইউটিউব ক্লিক করুন

[শিশুরাই তুলে ধরবে শিশুদের অধিকারের কথা, আপনিও লিখুন আপনার কথা। লেখা পাঠানোর ঠিকানা [email protected]]

Comments are closed.