আত্মার মৃত্যু

মনের বিষাদেরা কবে ছাড়বে এ দেহ?
আশাহত অপেক্ষাদের মৃত্যু কবে হবে?
হতাশারা কবে দূরে যাবে? ফুটন্তো পানির উরে যাওয়া বাষ্পের মতো!

কবে জানবে-বুঝবে আমার চোখ লাল কেন? অশ্রু কেন?
কবে খুঁজবে আমার মরে যাওয়া এ দেহ?

কবে বুঝবে আমার মরে যাওয়ার পিছনের সেই যে কারন?
কবে বলবে তোমার কেউ নেই আমি ছাড়া?
কবে থামবে ঝড় এ মনে; কবে মৃত্যু আমার হবে?

ছদ্মনাম: বুড়ি, শিক্ষার্থী, বর্তমান বিশ্ববিদ্যালয় এডমিশন প্রস্তুতি

“ভয়েস অফ হ্যালো”র ফেসবুক ক্লিক করুন

“ভয়েস অফ হ্যালো”র ইউটিউব ক্লিক করুন

[শিশুরাই তুলে ধরবে শিশুদের অধিকারের কথা, আপনিও লিখুন আপনার কথা। লেখা পাঠানোর ঠিকানা [email protected]]

Comments are closed.