ভাংছে বাড়িঘর,পানির নিচে সবি
সুন্দর শহর সুন্দর নেই, এখন ছবি।
ভেসে যায় মরা লাশ, জীবন্ত মানুষ
পানি এখন মাতাল, নেই তার হুশ।
মা গেলো ভেসে, মারা গেল দাদি
ছোট ভাইকেও পাইনা তার লাগি কাঁদি।
ছোট আপুটা যাকে দিতাম খাওয়াইয়া
সে বুঝি ডাকবে না আর ভাইয়া।
গরুটা মরে আছে, বাছুরটাও নেই
নিজের চোখে পরিবারকে জল কবর দেই।
কেনো আছি বেঁচে এ নিষ্ঠুর এ ধরাতে
প্রকৃতি কি পারে না আমায় মারতে।
হাহাকার আহাজারি, শুধু যেন কান্না
গ্রামের পর গ্রাম, ধ্বংস করলো বন্যা।
আমাদের ছিলো মাঠ ভরা ফসল, গোলাভরা ধান
কৃষাণেরা জমি চাষে গাইতো যে গান।
মা তুমি আকাশের তাঁরা হয়ে আমায় নিলে না
আমায় নেওয়ার মনে হলো না।
কাদি শুধু, বুক ভেসে যায় জলে
আশ্রয়ের লাগি নৌকাটা চলে।

মাজেদুর রহমান
শিক্ষার্থী, দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউট (বর্তমান ডুয়েট এডমিশন প্রস্তুতি)
“ভয়েস অফ হ্যালো”র ফেসবুক ক্লিক করুন
“ভয়েস অফ হ্যালো”র ইউটিউব ক্লিক করুন
[শিশুরাই তুলে ধরবে শিশুদের অধিকারের কথা, আপনিও লিখুন আপনার কথা। লেখা পাঠানোর ঠিকানা [email protected]]
Comments are closed.