শীতের শুষ্ক বাতাস

শীতে শুষ্ক বাতাসে
চারিদিকে আজ এত অসহায়
বৃক্ষে শেষ পাতাটি
ঝড়ে গেছে অবলীলায়।

সরু কাঁটা বিঁধে যাচ্ছে
বৃক্ষের সারা গাঁয়ে
ব্যথায় কাতরাচ্ছে সীমানার
শেষ প্রহরীটার চোখ অবলীলায়,
সূর্যের কিরণে ঝলসে যাচ্ছে তার নীল পদ্ম
তবুও ভাসমান প্রতিবিম্বের মাঝে
দাঁড়িয়ে আছে তোমার অপেক্ষায়।

শীতের শুষ্কতে হয়েছে মন রুষ্ট
বসন্তের আগাম বার্তায়
করেছে মন তুষ্ট,
শীতের শুষ্ক পাতায় করছে মন ক্লান্ত
বসন্তের আগাম হাওয়াই
হয়েছে মন উৎফুল্ল।

ষড়ঋতুর বাংলায় পদার্পণ করেছো হেমন্তে
শীত যায় বসন্ত যায়
কবে ফিরে আসবে?

গ্রীষ্মের কালবৈশাখী
এই যে ফুরিয়ে গেল
মেঘদূত বজ্রপাতে
বর্ষার আগমন হইল,
ঠান্ডা হাওয়ায় মৃষ্টি ছোঁয়ায়
মন ভরে দিল।

রাজেশ কান্তি শীল
শিক্ষার্থী, একাদশ
 শ্রেণী, ইসলামিয়া ডিগ্রি কলেজ, চট্টগ্রাম

“ভয়েস অফ হ্যালো”র ফেসবুক ক্লিক করুন
“ভয়েস অফ হ্যালো”র ইউটিউব ক্লিক করুন

[শিশুরাই তুলে ধরবে শিশুদের অধিকারের কথা, আপনিও লিখুন আপনার কথা। লেখা পাঠানোর ঠিকানা [email protected]]

Comments are closed.