চাঁদ উঠেছে 

চাঁদ উঠেছে মাথার উপর
কাশফুলের ঐ ধারে
মাঝির গাণ,ঠান্ডা বাতাশ
নেই শিশুরা ঘরে।

আজকে হলো খুশির চাঁদ
আনন্দে আত্তহারা
তাই পটকা ফুটাই রাতদুপুরে
খাওয়া বিশ্রাম ছাড়া।

কিনতে হবে নতুন কাপড়
 নতুন জুতা জামা
চাঁদ উঠলেই খুশির বন্যা
যায় না যে থামা।

চাদ উঠেছে ইদ এসেছে ঘনিয়ে
ভালোবাসা,ইদ মোবারক দাও জানিয়ে।

মাজেদুর রহমান
শিক্ষার্থী, দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউট (বর্তমান ডুয়েট এডমিশন প্রস্তুতি)

“ভয়েস অফ হ্যালো”র ফেসবুক ক্লিক করুন

“ভয়েস অফ হ্যালো”র ইউটিউব ক্লিক করুন

[শিশুরাই তুলে ধরবে শিশুদের অধিকারের কথা, আপনিও লিখুন আপনার কথা। লেখা পাঠানোর ঠিকানা [email protected]]

Comments are closed.