বিজয়কে আনতে গিয়ে ঝরলো যাদের প্রাণ
তারাই তো শেষ্ঠ বাঙ্গালি মহান।
তাদের রক্ত ও ত্যাগের বিনিময়
ভাষা ও রাষ্ট্র স্বাধীন হয়।
তাদের চোখের জল, ক্ষুধার জ্বালা
বিনিময়ে স্বাধীন ভাবে পথ চলা।
কারো বা মাইন লেগে খসেছে হাত পা
অনেকে হারিয়েছে তাদের বাবা।
শহীদদের আত্মার কল্যাণ কামনায়
এদেশে সাউন্ড সিস্টেমে গাণ বাজায়।
বিজয় অর্জন মানে গাণ বাজনা নয়
পারলে ক্ষুধা, দারিদ্রতা দূর করলেই হয়।
অনেকে আছে পথের ধারে বসে
পায় না ভাত, জ্বর সদিতে কাশে।
বিজয় এর আনন্দ হোক খাবার তুলে দেওয়া
গরম কাপড় ও চিকিৎসা পাওয়া।
এ বিজয়ের পণ হোক বারে বার
পথশিশু অনাথদের দুঃখ দূর করার।
চাই না লাখ টাকার বিজয় উল্লাস
দু মুঠো ভাত চাই
রাস্তার পাশে আমরা যারা অনাহারে,
শীতের কাপড় ছাড়া জীবন কাটাই।
মাজেদুর রহমান
শিক্ষার্থী, ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং।
“ভয়েস অফ হ্যালো”র ফেসবুক ক্লিক করুন
“ভয়েস অফ হ্যালো”র ইউটিউব ক্লিক করুন
[শিশুরাই তুলে ধরবে শিশুদের অধিকারের কথা, আপনিও লিখুন আপনার কথা। লেখা পাঠানোর ঠিকানা [email protected]]
Comments are closed.