বিজয় হচ্ছে রক্তক্ষয়ী এক যুদ্ধের নাম
বিজয় হচ্ছে ত্রিশ লক্ষ মানুষের রক্তের দাম
বিজয় হচ্ছে হাজারো মা-বোনের সম্ভ্রম
বিজয় হচ্ছে শত শত যুবকের ঘাম।
বিজয় হচ্ছে ইচ্ছে মতো বলতে পারা কথা
বিজয় হচ্ছে আনন্দ অনুভূতির রেখা
বিজয় হচ্ছে সবুজের মাঝে লালের আভা
বিজয় হচ্ছে বিভেদকে মুছে দিয়ে সাম্যের ছবি আঁকা।
মো: আরাফাত হোসেন সিয়াম
শিক্ষার্থী, দ্বাদশ শ্রেণী, নটরডেম কলেজ ময়মনসিংহ (এনডিসিএম)।
“ভয়েস অফ হ্যালো”র ফেসবুক ক্লিক করুন
“ভয়েস অফ হ্যালো”র ইউটিউব ক্লিক করুন
[শিশুরাই তুলে ধরবে শিশুদের অধিকারের কথা, আপনিও লিখুন আপনার কথা। লেখা পাঠানোর ঠিকানা [email protected]]
Comments are closed.